1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বহুতল ভবনে আগুনে নিহত ২৫

২৮ মার্চ ২০১৯

ঢাকায় একটি বহুতল ভবনে বৃহস্পতিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে, আহত হয়েছেন প্রায় ৭০ জন৷ অগ্নিনির্বাপণকর্মীরা বেশ কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন৷

https://p.dw.com/p/3FnPV
ছবি: AFP/M. Uz Zaman

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন বলে এপি’কে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোস্তাক আহমেদ৷ নিহতদের মধ্যে অন্তত ছয়জন আগুন থেকে বাঁচতে লাফিয়ে নীচে নামতে গিয়ে প্রাণ হারান৷ নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন৷ 

সেখানে কর্মরত উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটিতে চাকুরিরত অনেকে এখনো নিখোঁজ রয়েছেন৷ বাংলাদেশের পুলিশ প্রধান আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ভবনটি থেকে অন্তত ৭৩ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ 

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ‘ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’ উপপরিচালক দেবাশীষ বর্ধন৷ তিনি বলেন, ‘‘পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে৷’’ 

ফায়ার সার্ভিসের পরিচালক কর্নেল এসএম জুলফিকার রহমান বাংলাদেশে ডয়চে ভেলের কন্টন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘২২ তলা ভবনটির সব ফ্লোরেই আমাদের কর্মীরা যাচ্ছেন, কেউ আটকা পড়ে থাকলে বা হতাহত থাকলে তাদের উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছেন৷”

বৈদ্যুতিক গোলোযোগ থেকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে সেখানকার কয়েকজন জানালেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেনি৷ তবে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে৷  

উল্লেখ্য, ঢাকার বাণিজ্যিক এলাকা বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার কয়েকসপ্তাহ আগে ঢাকার আরেক এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ ব্যক্তি নিহত হন৷ বাংলাদেশের রাজধানীতে ভবন তৈরির ক্ষেত্রে অনেক সময় নিয়মকানুন মানা হয়না বলে অভিযোগ রয়েছে৷ বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপকের পর্যাপ্ত ব্যবস্থাও প্রায়শই থাকে না৷ যদিও অগ্নিকাণ্ডে বিপুল হতাহতের ঘটনা দেশটিতে বিরল নয়৷ 

এআই/জেডএইচ (এএফপি, এপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য