1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ভবন ধসে আটকা পড়েছেন শতাধিক, ৪ মৃতদেহ উদ্ধার

২ জুন ২০১০

রাজধানীতে ভবন ধসে নীচে আটকা পড়েছে শতাধিক মানুষ৷ ভোর পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অনেক প্রাণহানির আশংকা করা হচ্ছে৷

https://p.dw.com/p/NfFf
২০০৬ সালের ফেব্রুয়ারি মাসেও তেজগাঁও এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি ধ্বসে পড়েছিলছবি: picture-alliance/dpa

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়ি এলাকার পোষ্ট অফিস গলির ১৮ নম্বরের ৪ তলা ভবনটি ধ্বসে পড়ে৷ ভবনটি পাশের কয়েকটি টিনশেড বাড়ির ওপর পড়লে ওই বাড়িগুলো দুমড়ে মুচড়ে গিয়ে নীচে কয়েকশ মানুষ আটকা পড়েন৷

ভোররাত পর্যন্ত সেখান থেকে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়৷ কিন্তু সরু গলি আর রাতের অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা শুরু করতে দেরি হয়৷ উদ্ধার কাজও চলেছে ধীর গতিতে৷ যেমন ডয়চে ভেলেকে বললেন ফায়ার সর্ভিসের মহাপরিচালক আবু নইম মো. মমিনুর রহমান৷

উদ্ধার কাজে যোগ দিয়েছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ৷ কোরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শারাফাত আহমেদ জানান, ধ্বসে পড়া ভবনটির নির্মাণ কাঠামো খুবই দুর্বল এবং রাজউকের অনুমোদন নেই৷ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

ভবনটির নীচে আটকে পড়া শতাধিক মানুষের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি৷ বুধবার সকাল থেকে উদ্ধার কাজ জোরদার করার কথা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন