1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা আসছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি

৫ আগস্ট ২০১০

ভারতের অর্থ মন্ত্রী প্রণব মুখার্জির আসন্ন সফর সহ বেশ কিছু খবর আজ প্রাধান্য পেয়েছে দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামে৷

https://p.dw.com/p/OcG5
Indian Finance Minister Pranab Mukherjee
ভারতের অর্থ মন্ত্রী প্রণব মুখার্জিছবি: UNI

প্রণব মুখার্জির আসন্ন সফর

ভারতীয় অর্থ মন্ত্রীর সফরের খবরটি আজ বেশ গুরুত্ব পেয়েছে দৈনিক প্রথম আলো এবং নয়া দিগন্তে৷ তবে তারা তাদের মত করে বিশ্লেষণী প্রতিবেদন ছেপেছে এই বিষয়ে৷ এতে বলা হয়েছে, ভারতীয় অর্থ মন্ত্রীর এই সফরে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ভারত৷ প্রথম আলো লিখেছে, এই সহায়তার মাধ্যমে যেসব প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে তার পাঁচটিই রেল সংক্রান্ত৷ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রেলের এই প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হবে৷ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ঋণ সহায়তা চুক্তি সই হতে যাচ্ছে৷ অন্যদিকে নয়া দিগন্ত বলছে, ইমেজ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতেই ভারতীয় অর্থ মন্ত্রী প্রণব মুখার্জি চার ঘণ্টার জন্য হলেও এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন৷

Bangladesh Prime Minister Sheikh Hasina
দায়িত্বে অবহেলা না করতে চিকিৎসকদের সতর্ক করলেন প্রধানমন্ত্রীছবি: DW

চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি অনুষ্ঠানে সতর্ক করে দিয়ে বলেছেন গ্রামাঞ্চলে যেসব চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে তাদের অবশ্যই সেখানে অবস্থান করতে হবে৷ নয়তো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব পেয়েছে৷ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা নিয়ে বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে যুগান্তর৷ তাদের আজকের মূল শিরোনাম স্বাস্থ্য সেবার বেহাল দশা৷ এর পাশাপাশি তারা রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল সহ বেশ কিছু স্বাস্থ্য সেবা কেন্দ্রের অনিয়ম ও চিকিৎসকদের অবহেলা তুলে ধরেছে৷

দুদকের ভেতর দুর্নীতি

দৈনিক মানবজমিনের প্রধান খবর আজ দুর্নীতি দমন কমিশনের ৫০ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গোয়েন্দা অভিযান৷ এই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের এই কর্মকর্তা কর্মচারীরা নিজেরাই দুর্নীতির সঙ্গে জড়িত৷ তাদের কয়েকজনের বিরুদ্ধে নোটিশও জারি করা হয়েছে৷ দুদকের এক পদস্থ কর্মকর্তার সূত্রে এই খবর জানিয়েছে মানবজমিন৷ এছাড়া সাভারে গতকাল বেশ কিছু অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে৷ এর মধ্যে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বাড়িও রয়েছে বলে প্রায় সবগুলো পত্রিকাতেই খবর প্রকাশিত হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই