1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাইট সার্ফিং-এ নজর কাড়া কিশোরী

২৯ আগস্ট ২০১৯

মানুষ আবহমানকাল ধরে সমুদ্রকে বশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সাঁতার ও উইন্ড সার্ফিং ছাড়া কাইট সার্ফিং-ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ ফ্রান্সের এক কিশোরী এ ক্ষেত্রে সবার নজর কাড়ছে৷ এমনকি বিশ্বকাপেও অংশ নিচ্ছে সে৷

https://p.dw.com/p/3Of7Z
ছবি: DW

ফ্রান্সের কাইট সার্ফার কাপুসিন দেলানোয়া বাতাস ও ঢেউয়ের ধাক্কা কাটিয়ে পানির উপর বিচরণ করে৷ বয়স মাত্র ১৩৷ সময় পেলেই সে পানির টান উপেক্ষা করতে পারে না৷

জার্মানির উত্তরে সিল্ট দ্বীপে কাইট সার্ফ বিশ্বকাপ প্রতিযোগিতায় সেই সবচেয়ে কমবয়সি প্রতিযোগী৷ বিশ্বের সেরা সার্ফারদের মধ্যে সেখানে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলে৷ উত্তর সাগর অনিশ্চয়তা ভরা, পানিও খুব শীতল৷ এমন জায়গায় বিশ্বকাপে অংশ নেওয়া বড় চ্যালেঞ্জ৷ কাপুসিন বলে, ‘‘আমি সবচেয়ে কমবয়সি, কিন্তু মেয়েরা আমার প্রতি ভালো আচরণ করছে৷ আমাকে নানা পরামর্শ দিচ্ছে৷ ওয়ার্ল্ড ট্যুরে এত কমবয়সি হওয়া বেশ ভালো৷ দারুণ সুযোগ৷''

অ্যাডভেঞ্চার, আর কাইট সার্ফিং

ফ্রিস্টাইলার হিসেবে কাপুসিন ব্রাজিল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে৷ পরিবারের সঙ্গে বিগত ৬ বছর ধরে সে সেখানেই থাকে৷ তার ভাই কামি-ও বিশ্বকাপে পরিচিত মুখ৷ তাদের বাবা রেনা পেশায় চিকিৎসক৷ তিনিই সন্তানদের কাইট সার্ফিং শিখিয়েছেন৷ তিনি বলেন, ‘‘৬ বা ৭ বছর বয়সে কাপুসিন কাইট সার্ফিং শুরু করে৷ ভাইকে কোনো এক প্রতিযোগিতায় অংশ নিতে দেখে সে বলে, সেও চেষ্টা করতে চায়৷ বললাম তার জন্য প্রশিক্ষণ নিতে হবে৷ সে রাজি হয়ে গেল৷''

এখন সে বিশ্ব মানের কাইট সার্ফারদের সঙ্গে প্রতিযোগিতায় নামার ছাড়পত্র পেয়েছে৷ ১৪টি দেশের ২৫ জন অ্যাথলিট বিশ্বকাপে পয়েন্ট পাবার দৌড়ে নামেন৷ স্কিপারদের মিটিং-এ বিধিনিয়ম ও শর্তাবলী স্থির করে দেওয়া হয়৷ তারপর প্রতিযোগীরা পানিতে নামেন৷ কাপুসিন জুরির সদস্যদের কাছে নিজের কেরামতি দেখাতে ১২ মিনিট সময় পাচ্ছে৷

পেটার ভজনি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য