1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তন ও সংস্কার চায় বিএনপি’ও

৫ এপ্রিল ২০১১

বিএনপি চায়, সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এই পরিবর্তন আনতে হবে৷ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে জানান, তাঁরা মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের সময় এসে গেছে৷

https://p.dw.com/p/10nTU
বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ছবি: Mustafiz Mamun

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন গণতান্ত্রিক ব্যবস্থা নয়৷ বিএনপি'ও চায় এই ব্যবস্থার পরিবর্তন৷ তবে পরিস্থিতির কারণে আরো কিছুদিন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা থাকা প্রয়োজন৷ কিন্তু এখনই এই ব্যবস্থার সংস্কার আনা প্রয়োজন৷ কিন্তু সেই সংস্কার এককভাবে আনলে চলবে না৷ সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য পরিবর্তন আনতে হবে৷

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এর জবাবে বলেন, কোন পর্যায় পর্যন্ত আলাপ-আলোচনা হবে – সেটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার৷ ১/১১'র তিক্ত অভিজ্ঞতার আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার বা পরিবর্তন নিয়ে কথা উঠছে৷ তবে এই পরিবর্তনের আগে অবশ্যই সংসদে আলোচনা হবে৷

তবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, শুধু সংসদে আলোচনাই যথেষ্ঠ নয়৷ সুশীল সমাজসহ যেসব রাজনৈতিক দলের সংসদে আসন নেই, তাদের সঙ্গে আলোচনা এবং মতামত নেওয়া প্রয়োজন৷ কারণ এটি জাতীয় এবং সাংবিধানিক বিষয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ