1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল রাজনৈতিক প্রয়োজনে’

২৭ মে ২০১১

সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেও সংবিধান থেকে বাদ দিতে রাজনৈতিক ঐক্য প্রয়োজন৷ কারণ এই ব্যবস্থা এসেছিল রাজনৈতিক প্রয়োজনে৷

https://p.dw.com/p/11Oq6
Awami League leader Suranjit Sengupta Date and Place: 26th November 2010, Dhaka, Bangladesh Copyright as it is described in the mail of our correspondent Haurn Ur Rashid Photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use
সুরঞ্জিত সেন গুপ্তছবি: Harun Ur Rashid Swapan

সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যতটা না সাংবিধানিক তার চেয়ে বেশি রাজনৈতিক৷ তার মতে আদালত তা বাতিল করলেও সংবিধান সংশোন কমিটি তা রাজনৈতিকভাবেই বিবেচনা করবে৷ কারণ রাজনৈতিক প্রয়োজনেই এই ব্যবস্থা এসেছিল৷ আর সুশীল সমাজের মধ্যে এই ব্যবস্থা বাতিল নিয়ে মিশ্র মত রয়েছে৷

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বা সংশোধনে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন৷ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের দু'জন এমপিকেও সংবিধান সংশোধন কমটিতে রাখা হয়েছে৷ তারা কমিটির বৈঠকে উপস্থিত হয়ে মতামত না দিয়ে বাইরে বসে সমালোচনা করছেন৷ কিন্তু তারা মতামত দিলে তা যে গ্রহণ করা হবেনা তা কি করে বুঝলেন৷

এদিকে অধ্যাপক মোজাফফর আহমেদ মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত না৷ কারণ এটি গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী৷ একই রকম অভিমত দিয়েছেন ড. বদিউল আলম মজুমদার৷ তবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো সহনশীলতা এবং গুণগত পরিবর্তন না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত৷ আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদের মত হল, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় আসেনি৷ আগামী ২টি জাতীয় নির্বাচনের পরও এই ব্যবস্থা থাকা উচিত বলে তিনি মনে করেন৷

সব মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় যাই থাকুকনা কেন সরকার এই ব্যবস্থা নিয়ে সব রাজনৈতিক দলসহ সাধারন মানুষের মনোভাব বুঝতে চায়৷ তারপরই সিদ্ধান্ত হবে এই ব্যবস্থা থাকবে কিনা৷

প্রতিবেদন: হারন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য