1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর সুযোগ নেই : শেখ হাসিনা

৩১ মে ২০১১

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার আর কোন সুযোগ নেই৷ এর বিকল্প অবশ্যই খুঁজতে হবে৷

https://p.dw.com/p/11RPd
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

এদিকে সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, সর্বোচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারের আর কোন অস্তিত্ব নেই৷ তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে সংসদ সিদ্ধান্ত নেবে৷ কমিটি এব্যাপারে কোন সুপারিশ করবেনা৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানী ঢাকার গণভবনে এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার মতামত তুলে ধরেন৷ তিনি বলেন, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছে৷ তাই এই ব্যবস্থা আর রাখার সুযোগ নেই৷ গতরাতে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটির সঙ্গে বৈঠকেও একই ধরনের মতামত দেন৷ আর আজ তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করলেন৷

এদিকে আজ সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরে সংবিধানে আর তত্ত্বাবধায়ক সরকার নাই৷ তাই সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে৷বিশেষ কমিটি এব্যাপারে কোন মডেল প্রস্তাব করলে বিরোধী দল তা মানবেনা৷ তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোন মতাতমত দিচ্ছেন না৷ বিষয়টি তাঁরা সংসদের উপরই ছেড়ে দিচ্ছেন৷ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দল চাইলে এখনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে তাদের মতামত জানাতে পারে৷ তবে এজন্য তাদের হাতে সময় আছে খুবই কম৷

অন্যদিকে বিকেল ৫টার পর খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি'র স্থায়ী কমিটি বৈঠকে বসেছে৷ এই বৈঠকেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে বলে জানা গেছে৷ তবে সকালে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোন ব্যবস্থায় নির্বাচনে অংশ নেবেনা বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক