1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্য প্রযুক্তি খাতে আসবে বিশাল পরিবর্তন, সুযোগ হবে চাকরির

২ মার্চ ২০১১

জার্মানির হানোফারে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি মেলা সেবিট-২০১১৷ এবারের মেলায় নবতম তথ্যপ্রযুক্তি প্রদর্শনের সঙ্গে সঙ্গে খোঁজা হচ্ছে এই খাতের জন্য লোকবল৷

https://p.dw.com/p/10Rgh
ছবি: CeBit

জার্মান প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা আশা করছেন, এই বছরে তথ্য প্রযুক্তি খাতে বিশাল একটি পরিবর্তন আসবে৷ আর এই পরিবর্তনটির কারণে ব্যবসা হবে সম্প্রসারিত৷ নতুন বিনিয়োগও হবে এই খাতে৷ আর এ কারণে এই খাতে সৃষ্টি হবে নতুন চাকরির৷

ইউরোপের অর্থনীতির বিশাল একটি অংশ দখল করে আছে আইটি ইন্ড্রাষ্ট্রি৷ ২০১১-২০১২ অর্থ বছরে এই খাত সম্প্রসারিত হবে অন্তত ২ শতাংশ হারে৷ কেবল চলতি বছরেই ১০ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেই আশা জার্মান তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বিটকমের৷ এই সংগঠনের প্রেসিডেন্ট আউগুস্ট ভিলহেল্ম শিয়ার৷ তিনি জানালেন, অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া, হাইটেক বাজারে চাহিদা বৃদ্ধির কারণেই বদলে যাচ্ছে চিত্র৷

Flash-Galerie Deutschland Computermesse CeBIT 2011 in Hannover
ছবি: picture alliance/dpa

বিশ্বব্যাপী টেলিযোগাযোগ খাত এ বছর ৪ দশমিক ৪ শতাংশ এবং আগামী বছর ৫ দশমিক ৩ শতাংশ হারে সম্প্রসারিত বলেই আশাবাদ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷ আর এ খাতের উন্নতি মানেই তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন৷

সেবিট মেলাতে বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানির বিভিন্ন সংস্থাও যোগ দিয়েছে৷ এর মধ্যে অন্যতম জার্মান প্রকৌশল সমিতি৷ তারা জানাচ্ছে ভিন্ন খবর৷ বলছে, জার্মান সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিদেশে তাদের শাখা খুলতে পারছে না কেবল অন্য দেশে জার্মান ভাষা জানা লোকের অপ্রতুলতার কারণে৷ ঐ সমিতির এক সমীক্ষার কথা উল্লেখ করে এর কর্মকর্তা ডিটার ভেস্টারকাম্প বলেন, জার্মানির এ ধরণের কোম্পানিগুলোর মধ্যে অন্তত এক পঞ্চমাংশ কোম্পানি বিদেশে তাদের শাখা খুলেছে৷ যেখানে স্বল্প খরচে সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে৷ অন্যরাও তা করতে চায়৷ কিন্তু পারছে না কেবল ঐ ভাষা সমস্যার কারণে৷

তিনি জানান, জার্মানিতে এখনও সাড়ে ১৬ হাজার তথ্য প্রযুক্তি বিশারদের পদ শূন্য রয়েছে৷ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ২০০৯ সালে ১৯ হাজার শিক্ষার্থী এ বিষয়ে স্নাতক ডিগ্রি গ্রহণ করলেও এদের মধ্য থেকে খুব কম সংখ্যক চাহিদা অনুসারে শূণ্য পদ পূরণ করতে পারছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক