তরতাজা বিশ্বসংবাদ | পাঠক ভাবনা | DW | 08.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

তরতাজা বিশ্বসংবাদ

বাংলাদেশে এফএম তরঙ্গে অনুষ্ঠান প্রচার করার জন্য ডয়চে ভেলের বাংলা বিভাগের সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাই৷ আমার বিশ্বাস, ডয়চে ভেলের জনপ্রিয়তা এখন আরো ...

অনেকগুণ বৃদ্ধি পাবে৷ আমি প্রায় ৭ বছর আগে থেকে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে আসছি৷ ডয়চে ভেলের সকল অনুষ্ঠানই আমার পছন্দের এর মধ্যে বিশ্বসংবাদ, নন্দন, মোনালিসা খুবই ভাল লাগে৷ মোঃহাসানুজ্জামান, পোস্টাল অপারেটার, ভেড়ামারা, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমার প্রিয় ডয়েচে ভেলের সমালোচনা আর কি করবো? শুধু আমার এসএমএসগুলোর উওর ঠিকমতো পাচ্ছিনা৷ তবুও আশা ছাড়িনি৷ নাম, ঠিকানা নেই৷

গতকালের পশ্চিমের জানালা পর্বে জার্মানির বুর্গ জেলার কথা শুনে খুব ভালো লাগলো৷ সকলের সামগ্রিক যোগদানে একটি জেলা যা সবদিক থেকে কত সুন্দর করে গড়ে উঠতে পারে বুর্গ তারই প্রকৃত উদাহরণ৷ তপন ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়েচে ভেলে থেকে প্রচারিত তরতাজা বিশ্বসংবাদ আমার কাছে খুব খুব ভাল লাগে৷ আরো ভাল লাগে আপনাদের মিষ্টি উপস্থাপনা৷ মোঃ জাহিদুল ইসলাম, বৈলশিং,বৈদ্যপুর,মান্দা, নওগাঁ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সংবাদ আমার খুব ভালো লাগে কারণ খবরগুলো খুব টাটকা, আতিক, রাজশাহী, বাংলাদেশ৷

এখন রাত দুটো, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে৷ আর আমি আপনাদের ওয়েবসাইট পরিভ্রমণ করছি৷ কোনটা ছেড়ে যে কোনটা পড়ি! প্রথমেই চলতি ঘটনার ওপর দৃষ্টি দেয়া যাক৷ প্রতিটি রিপোর্ট অত্যন্ত আকর্ষণীয়৷ বিজ্ঞান প্রযুক্তির পাতায় ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ই-বুক বানানো, সমাজ জীবন বিভাগে পেরুর লেখক মারিও ভার্গাস লোসার সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্তি, এবং সংস্কৃতি বিনোদনের পাতায় দক্ষিণ কোরিয়ায় ১৫তম এশিয় চলচ্চিত্র উৎসব আর ‘মডেল মানে রোগা পাতলা নয়-ব্যক্তিত্বটাই আসল’ সবগুলো প্রতিবেদন তথ্যে ও তত্ত্বে ভরা৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলেতে কি সুমধুর ও ঐতিহাসিক গানের কোনো ভাণ্ডার আছে ? রোজ সকালে যে গানগুলো বাজানো হয়, হয় সেটা কিশোর, লতা, আশা, শ্রীকান্ত বা ওপার বাংলার কোন প্রখ্যাত শিল্পীর৷ এইসব গান শুনে দিন আরম্ভ করা মানেই একটা ভালো দিনের আগাম বার্তা...

ফ্রাঙ্কফুর্ট বইমেলা নিয়ে রিপোর্ট ভালো লেগেছে, ই-বুক নিয়ে শুনলাম৷ সব তথ্য খুব উপযোগী হয়েছে৷

কাল রাতে কিরণ বেদির সাথে সাক্ষাৎকার আকর্ষণীয় হয়েছে৷ আর কোন কোন বিষয়ের কথা বলবো, ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনছি আর নিজের জ্ঞানের ভাণ্ডারটা যেন ভরিয়ে চলেছি৷ আর বা কতই দিন? শর্টওয়েভ থেকে তো আপনারা বিদায় নিচ্ছেন...আর মিডিয়াম ওয়েভে এ আমরা অনুষ্ঠান শুনতে পারবো না৷ ইন্টারনেট-এ মাঝে মাঝে ...তাই বলি, বন্ধু ডয়চে ভেলে, জানো তোমায় আমরা খুবই মিস করবো....ইতি, পৃথ্বীরাজ আর বর্ণালী পুরকায়স্থ, পূর্ব বঙ্গালপুখুরী, ওয়ার্ড নং ১৭, জোরহাট, আসাম, ভারত৷

সকালে সবুজ পৃথিবী শুনলাম, হাতি নিয়ে পরিবেশনা এবং বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার ভালো লাগলো৷ বিধান সান্যাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ওয়েবসাইটে জানতে পারলামসিগারেট শিম্পাঞ্জি চার্লি মারা গেছে ! স্রেফ আনন্দ পাওয়ার লোভে/তামাশা দেখার লোভে ওকে কি আমরাই মেরে ফেললাম না ? সৌরদীপ সরকার,জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷  

আমার প্রথম এসএমএস৷ আমি শুধু জানতে চাই আপনারা কি ক্রিকেট অপছন্দ করেন ? তা না হলে ক্রিকেটের খবর জানান না কেন ? মোঃ রাকীব, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ৷

আসসালামু আলাইকুম,আশাকরি আপনারা ভাল আছেন৷ ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানটি আমার খুব ভাল লাগে৷ আমি নতুন শ্রোতা, তাই আপনাদের কাছে চিঠি না লিখে পারলামনা৷ দয়া করে আমাকে ফেলে দেবেননা৷ চিঠিটি পড়লে আমি অনেক খুশি হবো৷ আর কথা বাড়ালাম না, ধন্যবাদ আপনাদের৷ মোঃফরিদুল ইসলাম, নানকর,মিঠাপুকুর, রংপুর, বাংলাদেশ৷

আপনাদের সংবাদ আমাকে অনেক অনেক ভালো লাগে৷ কিন্তু আমি এর আগে এসএমএস করে কোন জবাব পাইনি৷ এবার জবাব না দিলে অত্যন্ত কষ্ট পাবো৷ মোঃআলমগীর হোসেন৷