1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীকে অ্যাসিডদগ্ধ করল সেনাসদস্য

১৫ সেপ্টেম্বর ২০১০

পানি বাড়ছে নদ-নদীতে, সেইসঙ্গে বাড়ছে বন্যার পরিধি৷ আরো দু’দিন পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে৷ এদিকে, একের পর এক বন্ধ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র৷ এছাড়া রয়েছে তরুণীকে এসিড নিক্ষেপের খবর৷

https://p.dw.com/p/PCDq
বাংলাদেশে মাঝে মাঝেই শোনা যায় অ্যাসিড নিক্ষেপের খবর (ফাইল ফটো)ছবি: DW

আলোচনায় বন্যা

‘পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি'- শিরোনাম দৈনিক প্রথম আলোর৷ বাংলাদেশের বেশকিছু এলাকার নদ-নদীর পানি বেড়েই চলেছে৷ ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এই অবস্থা৷ অতিরিক্ত পানি বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে৷ ফলে আগামী দু'দিন বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ দৈনিক ইত্তেফাক এই বিষয়ে লিখেছে, ‘চারিদিকে বন্যার পদধ্বনি'৷ পদ্মা, মেঘনা, যমুনার পানি বাড়ছে৷ দেশের এগারোটি এলাকায় গতকাল বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে৷ পরিস্থিতি তাই আশঙ্কাজনক৷ এই বিষয়ে দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘৯ জেলায় বন্যার অবনতি'৷

বিদ্যুৎ পরিস্থিতির অবনতি

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘দেশের এক ডজন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ'৷ যান্ত্রিক ত্রুটি, নিম্নমানের যন্ত্রপাতিসহ বিভিন্ন কারণে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে৷ গত কয়েকদিনে উৎপাদন কমেছে ৭০০ মেগাওয়াট৷ ইতিমধ্যে তাই লোডশেডিং বাড়তে শুরু করেছে৷ এদিকে, মঙ্গলবার দুই ঘন্টার জন্য বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রাখে সাধারণ মানুষ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই বিষয়ে লিখেছে, ‘পানি না পাওয়ার ক্ষোভে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও'৷

অ্যাসিড ছুঁড়ে মেরেছে সেনাসদস্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘তিনজনকে অ্যাসিডদগ্ধ করার দায়ে সেনাসদস্য গ্রেপ্তার'৷ এক তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গাইবান্ধায় এই ঘটনা ঘটেছে৷ সেনাসদস্য শামসুল আলম রাতের আধারে রেহানা সুলতানাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে৷ এতে রেহানাসহ তার পরিবারের তিন সদস্য অ্যাসিডদগ্ধ হয়৷

মহিষের মাংস

‘এখানে মহিষের মাংস পাওয়া যায়' – শিরোনাম দৈনিক কালের কণ্ঠের৷ এতদিন গরুর মাংসের নামে অনেক ব্যবসায়ী মহিষের মাংস বিক্রি করলেও, এবার সাইনবোর্ড টাঙিয়ে মহিষের মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছে৷ অবশ্য, তাতেও সন্তুষ্ট নয় ক্রেতারা৷ বরং অনেকের সন্দেহ, এবার বুঝি মহিষের নামে গরু বিক্রি হচ্ছে৷ এই সন্দেহের কারণ ‘অ্যানথ্রাক্স আতঙ্ক'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন