1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক দুই

৯ অক্টোবর ২০১০

নিম্নচাপের কবলে বাংলাদেশ৷ সারাদেশে প্রবল বর্ষণ, প্রাণহানি৷ রয়েছে যাত্রাবাড়ীতে অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যুর খবর৷ মেডিকেল টেস্টের নামে প্রতারণা নিয়ে প্রতিবেদন৷ এসব খবরই গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে৷

https://p.dw.com/p/PZvl
মানিকগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু (ফাইল ফটো)ছবি: BilderBox

ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত

‘প্রবল বর্ষণে সারাদেশে জনজীবন বিপর্যস্ত' - দৈনিক যুগান্তরের শিরোনাম এটি৷ নিম্নচাপের প্রভাবে সারাদেশেই টানা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে৷ এতে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে৷ ডুবে গেছে সড়ক, চলছে নদীভাঙ্গন৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘টানা বর্ষণে রাজধানীর জনজীবন বিপর্যস্ত'৷ তবে রাজধানীতে এই বর্ষণের ফলে গত কয়েকদিনের গুমট গরম কেটে গেছে৷ দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় পানি, ভাসছে চাল-ডাল'৷ প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের কয়েকটি এলাকায় চাল-ডালের আড়তে ঢুকে গেছে পানি, ফলে বিপত্তির শেষ নেই৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘উপকূল প্লাবিত, প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি'৷ ঘরচাপায়, পানিতে ডুবে ও বজ্রপাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন৷

জুতা তৈরির কারখানায় আগুন

তিন দিন আগের এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে৷ দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘অনুমোদন ছিল না কারখানাটির, যাত্রাবাড়ীতে দগ্ধ আরেকজনের মৃত্যু'৷ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আমিনুর বেগম শুক্রবার মারা যান৷ এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০৷

মেডিকেল চেকআপের দুর্গতি

দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘মেডিকেল চেকআপের নামে প্রতারণা'৷ বিদেশে চাকরি করতে যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়৷ তাই ঢাকার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সবসময়ই ভিড় লেগে থাকে৷ কিন্তু এসব সেন্টারে ঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়না৷ ফলে বিদেশে গিয়েও ভুল স্বাস্থ্য পরীক্ষার কারণে অনেককে ফিরে আসতে হচ্ছে৷

স্কুলছাত্রীর রহস্যনজক মৃত্যু

‘মানিকগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: প্রেমিকসহ আটক দুই' - দৈনিক কালেরকন্ঠের শিরোনাম এটি৷ নবম শ্রেণীর ছাত্রী ফারিয়া খান আশার রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু'জনকে আটক করেছে পুলিশ৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা