1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণী হাইডির ফেসবুক বন্ধু ম্যার্কেলের দ্বিগুণ!

২৭ ফেব্রুয়ারি ২০১১

না, নামকরা জার্মান মডেল হাইডি ক্লুম নন৷ বরং তাঁর চিঁড়িয়াখানার সংস্করণ এক লক্ষ্মীটেরা অপোসাম, যে এখন শ্বেতভল্লুক ক্নুট এবং পল নামধারী অক্টোপাসের পর বাজার মাত করছে৷

https://p.dw.com/p/10Q8B
অপোসাম হাইডির চোখটা বেশ ট্যারাইছবি: dapd

হাইডি, ক্নুট এবং পল' সাধারণ যোগসূত্র হল, এরা তিনজনেই জার্মানির বাসিন্দা৷ বার্লিন জু'এর সাদা ভাল্লুক ক্নুট'কে ছোটবেলা থেকে মানুষ করেন তাঁর পালকপিতা, এবং ক্নুটের বড় হওয়ার ছবি ধরে রাখা হয় ভিডিও'য়৷ ইন্টারনেটের যুগে ক্নুটের সেই সব ছবি বিশ্বজয় করে বললেও কম বলা হবে৷ এই তো সেদিনও, এখন বড় হয়ে যাওয়া ক্নুটের যখন প্রথম তার বান্ধবীর সাথে দেখা হল, তখন সে খবর মার্কিন মুলুকের সব বড় টেলিভিশন কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে৷ ক্নুটের বান্ধবী যে প্রথমেই বেচারা ক্নুটের নাকে প্রচণ্ড একটা থাবড়া লাগিয়েছে, খোদ এবিসি নিউজ'ও সেটা জানাতে ভোলেনি৷

Knut und Betreuer Thomas Dörflein Flash Format
এ হল সেই বিখ্যাত শ্বেতভল্লুক ক্নুটছবি: AP

অক্টোপাস পল এখন বিগত, কিন্তু শেষ বিশ্বকাপে সে যেমন জার্মানির প্রতিটা খেলায় কে জিতবে না জিতবে সেটা আগে থেকেই বলে দিয়েছে, তা জীববিদ্যা এবং ফুটবলের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে৷

খ্যাতির বিচারে ক্নুট এবং পল'এর সঙ্গে এবার যোগ হল হাইডি৷ অপোসাম হল মার্সুপিয়াল বা ক্যাঙ্গারুর মতো থলিযুক্ত জীব৷ অপোসাম কথাটা এসেছে যে শব্দটি থেকে, তার অর্থ সাদা জানোয়ার৷ বেড়ালের সাইজের জন্তু৷ এমনিতেই দেখতে মজার, তায় আবার লাইপজিগ চিঁড়িয়াখানার হাইডি জন্মসূত্রে টেরা৷ এ'সপ্তাহে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টক শো হোস্ট জিমি কিমেল হাইডিকে এনেছেন তাঁর লেট নাইট শো'তে, ঠিক অস্কারের আগে৷ মুখচোরা হাইডি যখন বড় বড় থাবা পেতে এসে টেরাচোখে দেখে বলে দিয়েছে, অস্কার জিতবেন কলিন ফার্থ, নাটালি পোর্টম্যান এবং এক পর্বতারোহীর কাহিনী ‘‘১২৭ ঘণ্টা'', তখন দর্শকরা কিন্তু হেসে লুটোপুটি খেয়েছেন৷

সাধে কি ফেসবুকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের যতো ‘‘বন্ধু'' আছে, হাইডি'র আছে তার দ্বিগুণ!

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়