1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের স্বাধীনতা দিবস

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৫ আগস্ট ২০১৩

তরুণ প্রজন্ম ভারতের ৬৭-তম স্বাধীনতা দিবসকে কী চোখে দেখে? স্বাধীনতা বলতে কী বোঝে? এই স্বাধীনতা তাঁদের কী দিয়েছে, কী দেয়নি৷ আজ যদি দেশ শাসনের দায়িত্ব থাকতো তাঁদের হাতে, তাহলে কেমনভাবে গড়ে তুলতো দেশ?

https://p.dw.com/p/19Q5B
ছবি: picture alliance/ZUMA Press

ভারতের যুব সম্প্রদায়, ছাত্র সমাজ – যাঁরা ভবিষ্যতে দেশের হাল ধরবে, তাঁরা মনে করেন, আজকের যে স্বাধীনতা দেশ পেয়েছে তা প্রতীকি মাত্র৷ অনেক কিছু করা বাকি এখন৷ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহম্মদ ওসমান মনে করেন, ‘‘স্বাধীনতা মানে রাজনৈতিক স্বাধীনতা, যেটা আমরা পেয়েছি৷ সংবিধান অনুযায়ী স্বাধীনতার যে সুফল আমাদের পাবার কথা, তা শুধু কাগজে-কলমে৷ আমি চাই দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন এক রাজনৈতিক সংস্কৃতি৷ আর সেটা পাইনি বলেই দুর্গাশক্তি নাগপালের মত আরো অনেক সৎ অফিসারকে শাস্তি পেতে হয় রাজনীতিবিদদের হাতে৷''

জার্মানি থেকে বিশেষ পুরস্কার পাওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী স্বাধীনতা বলতে বোঝে নির্ভয়ে ইচ্ছামত যেখানে খুশি, যখন খুশি চলাফেরা করার অধিকার৷ ‘‘মেয়ে বলে হাজার প্রশ্নের সম্মুখীন হতে যেন না হয়৷ এটাই আমার কাছে স্বাধীনতা৷ ব্যক্তিসত্তার স্বাধীনতা৷ অবাধে যাতায়াতের স্বাধীনতা যদি না থাকে৷ সবসময় যদি ভয়ে ভয়ে থাকতে হয়, তাহলে স্বাধীনতার মানে কী?'' ক্ষুব্ধ সুর আইন শাখার আরেক ছাত্রীর গলায়৷

Indien Unabhängigkeitstag
ভারতের স্বাধীনতা দিবসে সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবে শেষ বারের মতো ভাষণ দিতে চলেছেন মনমোহন সিংছবি: AP

অন্যান্য ছাত্রছাত্রী এবং যুব সমাজের কণ্ঠে একই সুর৷ স্বাধীনতা নিরর্থক হয়ে দাঁড়ায় যদি লিঙ্গ বৈষম্য, নিরাপত্তাহীনতা সমাজের একটা বড় অংশকে গ্রাস করে থাকে৷ উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধশাস্ত্র চর্চার এক ছাত্রের মতে, ‘‘স্বাধীনতার প্রকৃত ব্যাখ্যা করা কঠিন৷ তবে স্বাধীনতা বলতে আমি বুঝি, সাংস্কৃতিক স্বাধীনতা৷ স্বাধীনভাবে, নির্ভয়ে, বিনা বাধায়, বিনা হস্তক্ষেপে নিজস্ব সাংস্কৃতিক পথ অনুসরণ করার অধিকার৷''

আরেক যুব প্রতিনিধির মতে, ‘‘বাস্তবের প্রচলিত অর্থে হয়ত ঔপনিবেশিকতা নেই, কিন্তু আছে মেধা ও পুঁজিবাদের ঔপনিবেশিকতা৷ সেটা থেকে মুক্তি পেতে চাই৷'' রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রের সরস মন্তব্য, ‘‘৬৭-তম স্বাধীনতা দিবসে আমি চাই দেশ যেন আমায় দেয় নির্মল, তাজা হাওয়ায় নিঃশ্বাস নেবার অধিকার৷ দূষণমুক্ত পরিবেশ৷ তবেই স্বাধীনতা সার্থক আমার কাছে৷'' নবীন প্রজন্মের একটা বড় অংশ স্বাধীনতাকে দেখতে চায় এক বৃহত্তর প্রেক্ষাপটে৷ আশপাশের মানুষজন ও পরিবারের খবরদারি থেকে মুক্ত হয়ে নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছোতে৷ কারো কাছে কোন কৈফিয়ত বা জবাবদিহি করতে যেন না হয়৷

ইন্ডিয়ান অ্যাডমিনস্ট্রেশন সার্ভিসের এক তরুণ পরীক্ষার্থীর কাছে স্বাধীনতা হলো, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির'৷ কারো মতে, স্বাধীনতা হলো এক মানসিক অবস্থা৷ কারোর মতে, এক সফর৷ তথ্য প্রযুক্তির এক তরুণীর অভিমত তার বিপরীত৷ স্বাধীনতা কোনো মানসিক অবস্থা হতে পারেনা৷ আর সফরের চেয়েও দীর্ঘ৷ প্রতিটি স্টেশনে কিছু ছেড়ে যেতে হয়, তা সে আচার-আচরণ বা ব্যবহার কিংবা অন্যকিছু৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য