1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তসলিমার লেখার প্রতিবাদে ভারতে সহিংসতা

২ মার্চ ২০১০

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি লেখা প্রকাশের জের ধরে ভারতের কর্নাটক রাজ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরো চার জন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

https://p.dw.com/p/MHJk
তসলিমা নাসরিন (ফাইল ছবি)ছবি: dpa

সহিংসতা রোধে ঐ রাজ্যের শিমোগা জেলার চারটি বিক্ষুদ্ধ এলাকায় সকাল-সন্ধ্যা কার্ফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন৷ স্থানীয় পুলিশ সুপার এস মুরুগান জানিয়েছেন, গোটা নগরী জুড়েই জনসাধারণের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

মুসলমানদের পর্দা প্রথা সম্পর্কে তসলিমা নাসরিনের বিতর্কিত একটি লেখার অনুবাদ স্থানীয় কান্নাড়া ভাষার একটি দৈনিক পত্রিকায় রবিবার প্রকাশ করা হয়েছিল৷ এর প্রতিবাদে সোমবার কর্নাটকের শিমোগায় প্রায় ১৫শ মানুষ প্রতিবাদ মিছিল করে বলে জানায় পিটিআই৷

মিছিলকারীরা আটটি সরকারি গাড়িসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে৷ ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে বলে বার্তা সংস্থা পিটিআই-এর খবর৷ পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গুলি চালানো হয়৷ এতে একজন নিহত হয়৷ অপর একজন পাথরের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়৷

এদিকে, ঐ লেখার প্রতিবাদে হাসান জেলাতেও ১৫ হাজার মুসলমান মিছিল করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে বলে প্রকাশ৷ সেখানেও পরিস্থিতি উত্তপ্ত এবং মিছিলকারীরা পাথর ছুঁড়ে বেশ কিছু গাড়ি ভাংচুর করে৷ এছাড়া তারা বেশ কিছু দোকান-পাটেও আগুন ধরিয়ে দেয়৷

রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়াদ্দিউরাপ্পা রাজ্য সভায় জানান যে, ‘‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী