তাঁর প্রতি শ্রদ্ধা | পাঠক ভাবনা | DW | 04.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

তাঁর প্রতি শ্রদ্ধা

মনটা খুব বিষণ্ণ হয়ে আছে, মনে হচ্ছে নিজের কোন আপনজনকে যেন হারিয়েছি৷ লিখতে পারছিনা, দু’চোখ ভিজে আসছে৷

মহান আল্লার কাছে দোয়া করি সুচিত্রা মিত্র যেন স্বর্গলাভ করেন৷ আমার ছয় বছর বয়সে বাবা তাঁর ক্যাসেট কিনে দিয়েছিলেন, আজো সেই কন্ঠ ভুলতে পারিনা৷ বারে বারে তাঁর গান শুনি, ব্যস্ত নগরীতে চলার শক্তি খুঁজে পাই৷ তাঁর আত্মার প্রতি গভীর সম্মান জানাচ্ছি আমি বাংলাদেশি মানুষের পক্ষ থেকে৷ মোঃ শাহাদাত হোসেন অনিক৷ shahadathossain2000@gmail.com

সদ্যপ্রয়াত সংগীত শিল্পী সুচিত্রা মিত্রের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান ও তাঁর কন্ঠের গান বাজানোর জন্য অনুরোধ করছি৷ প্রিয়নজিৎ কুমার ঘোষাল, বেহালা, কলকাতা, ভারত৷

আমরা সুচিত্রা মিত্রের মৃত্যুতে শোকাহত৷ সংগীত যতদিন থাকবে তিনি ততদিন বেঁচে থাকবেন৷ ‘বাদল মেঘে’ গানটি আমাদের শোনাবেন৷ সুব্রত, রাজশাহী৷

যিনি রবীন্দ্র সংগীতকে পূর্ণতা দিয়েছিলেন সেই শিল্পী সুচিত্রা মিত্র চলে গেলেন৷ ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি৷ ডাঃ সিদ্ধার্ত ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আশা করি ভালো আছেন৷ ডয়চেভেলের দু’বেলার অনুষ্ঠান নিয়মিত শুনছি তবে ইন্টারনেটের মাধ্যমে৷ মিডিয়াম ওয়েভে অনুষ্ঠানের শ্রবণমান মাঝে মাঝে এত খারাপ হচ্ছে যে একেবারেই শুনতে পাচ্ছিনা৷ আবার মাঝে মাঝে খুব ভালো শোনা যাচ্ছে৷ পাশাপাশি ওয়েবসাইট-এর সব কিছু দেখছি৷ আপনাদের ওয়েবসাইট সত্যি বর্তমান সময়ের সাথে দারুণ মানানসই৷ দারুণ আকর্ষণীয় ও উপভোগ্য ডয়চেভেলের সামগ্রিক রেডিও পরিবেশনা ও ওয়েবসাইট৷

খুব ভালো লাগছে বিশ্ব সংবাদসহ পুরো পরিবেশনা৷ বিশ্বসংবাদের পর চলতি ঘটনা প্রসঙ্গে প্রতিবেদন, স্টুডিও আলোচনা, জার্মান পত্র পত্রিকায় দক্ষিণ এশিয়ার খবরাখবর নিয়ে রিপোর্ট, সাক্ষাত্কার শুনে ভীষণ সমৃদ্ধ হচ্ছি৷ গান, খেলার খবর এবং ধাঁধার ঘোষণা নিয়মিত পাচ্ছি যা খুবই আকর্ষণীয়৷ ইনবক্স এর সময় সত্যি খুব কম একটু চেষ্টা করুন সময় বাড়ানোর, সময় বাড়লে দারুণ হবে৷ অন্তত ১০ মিনিট করা উচিত তাতে অনেক বেশি শ্রোতার মতামত স্থান পাবে আর সবার আগ্রহ আরো বাড়বে৷ এই চাহিদা আমার মনে হয় সব শ্রোতার মনের চাহিদা৷ আপনাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা উপভোগ্য ও আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েবসাইট উপহার দেবার জন্য৷ ভালো থাকবেন এই কামনায় আজকের মত - মহঃ হাফিজুর রহমান ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী পূর্বস্থলী বর্ধমান, পশ্চিম বঙ্গ , ভারত৷

গতকাল অনেক সময় নিয়ে বাংলা ওয়েবসাইট দেখলাম৷ অবশ্যই একা নয়, সাথে ছিলেন আমার কয়েকজন সহকর্মী যাদের মধ্যে দু’একজন এই প্রথম দেখলেন এই ওয়েবসাইটটি৷ সকলের মুখেই প্রশংসা ছিলো৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷