1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিম, মাশরাফি, আশরাফুলকে নিয়ে জিম্বাবোয়ের বিপক্ষে প্রাথমিক দল

২৬ অক্টোবর ২০১০

এক কথায় যদি বলা যায় মনোবল বেশ চাঙ্গা, তাহলে এই মুহূর্তে কোন দলের কথা বলা হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ সেটি বাংলাদেশের ক্রিকেট দল৷ বাংলাদেশ দলের পরবর্তী অভিযান জিম্বাবোয়ের বিপক্ষে৷

https://p.dw.com/p/PoLU
বাংলাদেশ দলের ক্যাপটেন মোহাম্মদ আশরাফুল (মাঝে)ছবি: AP

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দলকে পরবর্তী সিরিজে আরও শক্তিশালী হয়, সে বিষয়ের প্রতিই বিশেষ দৃষ্টি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

জিম্বাবোয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে৷ আগামী ৩১ অক্টোবর থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে৷ প্রাথমিক দলে ডাক পেয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ আশরাফুল৷ নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে প্রথম ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়ায় দল থেকে ছিটকে পড়েছিলেন মাশরাফি৷ অন্যদিকে, কব্জিতে ব্যথা পাবার কারণে দলভূক্ত ছিলেন না উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল৷ প্রাথমিক এই দলে তামিম এবং মাশরাফি ছাড়াও পুনরায় দলে ফিরছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল৷ দীর্ঘদিন তাঁর ব্যাট থেকে রান আসছিল না৷

নিয়মিত অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে কিউইদের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেন অল রাউন্ডার সাকিব আল হাসান৷

আগামী রবিবার থেকে অনুশীলন শুরু হবে, আর এ কারণেই নির্বাচিত খেলোয়াড়রা বাংলাদেশে চলমান জাতীয় ক্রিকেট লিগে প্রথম পর্বের তৃতীয় রাউন্ড পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবেন না৷

প্রাথমিক স্কোয়াড: সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, মো: সোহরাওয়ার্দী, নাইম ইসলাম, জহিরুল ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেন, শুভগত হোম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন