1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালিবান নয় সাধারণ মানুষই বেশি মারছে সরকারি বাহিনী

২৪ এপ্রিল ২০১৯

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও ন্যাটোর অভিযানে তালিবানসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের চেয়ে সাধারণ মানুষই বেশি মারা যাচ্ছে৷ জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে৷

https://p.dw.com/p/3HLAN
Anschläge in Afghanistan
ছবি: picture-alliance/dpa/H. Sabawoon

এতে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে আফগান বাহিনী ও সেখানে দায়িত্বরত ন্যাটো সেনাদের হামলায় জঙ্গিগোষ্ঠীর সদস্যদের চেয়ে সাধারণ মানুষের নিহত হওয়ার সংখ্যা বেশি৷

তবে এ ধরনের ঘটনা এবছরই প্রথম ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের হাতে মোট ৩০৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছে৷ এই সময়ে নিহত  তালিবানের সংখ্যা ছিল ২২৭ জন৷

জাতিসংঘের প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর বিমান হামলাকে সাধারণ মানুষের নিহত হওয়ার অন্যতম কারণ বলে দায়ী করা হয়েছে৷ নিহতদের অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছে সংস্থাটি৷

তবে দেশটিতে নিরাপত্তা বাহিনীর হামলায় হতাহতের সংখ্যা অনেক কমে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে নিরাপত্তার বাহিনীর হামলায় নিহত হয়েছেন মোট পাঁচশ ৮১ জন, আর আহত হয়েছেন এক হাজার ১৯২ জন৷ এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ ভাগ কম বলে জানিয়েছে জাতিসংঘ৷

তবে দেশটিতে আত্মঘাতী হামলার সংখ্যা কমে আসায় গত বছরের তুলনায় এ বছর হতাহতের সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে৷ আত্মঘাতী হামলার সংখ্যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল ২০১৮ সালে৷ গত বছরের জানুয়ারি মাসে শুধুমাত্র একটি আত্মঘাতী হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছিল৷ তবে কী কারণে এ বছর হামলার সংখ্যা কমেছে, সে বিষয়ে নিশ্চিত নয় জাতিসংঘ৷

সংস্থাটি বলছে দেশটিতে বিরাজমান বিরূপ আবহাওয়ার কারণে কিংবা  যুক্তরাষ্ট্রের সাথে তালিবানের শান্তি আলোচনা চলছে বলে সাধারণ মানুষের উপর হামলা থেকে কিছুটা বিরত রয়েছে তারা৷

তদন্ত দাবি

নিরাপত্তা বাহিনীর হামলায় সাধারণ মানুষের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আফগানিস্তান সহযোগিতা বিষয়ক মিশন৷ তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছে৷ এক বিবৃতিতে মিশনটি আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো ও দেশটির নিজস্ব নিরাপত্তা বাহিনীকে এ বিষয়ে পূর্ণ তদন্ত করে যথাযথ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানায়৷ হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছে তারা৷

রিচার্ড কনর/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য