1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাসকিনের হ্যাটট্রিকের প্রশংসা

২৯ মার্চ ২০১৭

ওয়ানডেতে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করে দেশকেও অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তাসকিন৷ তার বদৌলতে ওয়ানডেতে হ্যাটট্রিক করা বোলারের সংখ্যায় বাংলাদেশ এখন দ্বিতীয়৷ তাই তাসকিন ভাসছেন প্রশংসার বন্যায়৷

https://p.dw.com/p/2aDQR
Bangladesch Taskin Ahmed Cricket Spieler
ফাইল ছবিছবি: Getty Images/Q. Rooney

মঙ্গলবার বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে৷ টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যেভাবে মারমুখী হয়ে ব্যাট করছিল, তাতে রানের পাহাড় উঁচু হচ্ছিল৷ কিন্তু পাহাড়কে বেশি উচ্চতায় পৌঁছাতে দেননি বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ৷ শেষ ওভারে তার হ্যাটট্রিকে ৩১১ তে থমকে যায় শ্রীলঙ্কার ইনিংস৷ তাই ম্যাচ বাতিল হলেও হ্যাটট্রিকের কারণে তাসকিন ভাসছেন প্রশংসার বন্যায়৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও তাসকিনকে নিয়ে চলছে আলোচনা৷

এরশাদ আলী ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে তাসকিন আহমেদ হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন৷ অভিনন্দন তাসকিন আহমেদ৷''

আর এস হ্যাপি মজুমদার লিখেছেন, ‘‘সাবাস তাসকিন, সাবাস!  তাসকিনের হ্যাটট্রিকের বদৌলতে শ্রীলঙ্কা অল আউট৷''

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও তাসকিনকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন তাসকিন৷ অভিনন্দন তাসকিন৷''

রেজাউল করিম লিখেছেন, ‘‘মাত্র ২৫তম ওয়ান ডে খেলতে নেমেছে সে আজ৷ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধও ছিল কিছুদিন৷ সে-ই কিনা আজ ৫ম বাংলাদেশি হিসেবে ওয়ান ডে-তে হ্যাটট্রিক করে বসল৷ ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের ৪১ তম হ্যাট্রিক৷ দেশ বিবেচনায় নিলে বাংলাদেশের চেয়ে বেশি হ্যাটট্রিক করা বোলার আছে কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়৷ এই দুই দলেরই ছয়জন করে বোলার হ্যাটট্রিক করেছেন৷’’

তিনি হ্যাটট্রিক করা অন্য বাংলাদেশি বোলারদের কথাও তুলে ধরেছেন ফেসবুক পাতায়, লিখেছেন, ‘‘ তাসকিনের পূর্বসুরি অপর চারজন হলেন-শাহাদাত হোসাইন(২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, হারারেতে), আব্দুর রাজ্জাক (২০১০ সালে, ঢাকায়, তা-ও জিম্বাবুয়ের বিপক্ষে), রুবেল হোসেন (২০১৩ সালে, ঢাকায়, নিউজিল্যান্ডের বিপক্ষে), তাজুল ইসলাম (২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, ঢাকায়)৷’’

ক্রীড়া প্রতিবেদক রোদেলা স্বপ্নীল লিখেছেন, ‘‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির পেটে গেলেও বল হাতে দুর্দান্ত হ্যাটট্রিকে তা স্মরণীয় করে রেখেছেন তাসকিন আহমেদ৷ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করলেন বাংলাদেশের এই স্পিডস্টার৷ যে কোনো বোলারের কাছেই এটা পরম আকাঙ্ক্ষার৷

কলম্বোতে এপ্রিলের প্রথমদিনে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ৷ প্রথমবারের মতো হ্যাটট্রিক পাওয়ার অনুভূতি প্রকাশ করে তাসকিন বলেন, ‘‘অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভালো লাগছে৷ আরও ভালো লাগতো যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম৷’’

আইসিসি’র টুইটার অ্যাকাউন্টেও হ্যাটট্রিকের জন্য তাসকিন আহমেদকে অভিনন্দন জানানো হয়েছে৷

তাহমিদ অমিত লিখেছেন, ‘‘ম্যাচ পরিত্যক্ত, পরিসংখ্যান নয়৷ রেকর্ডে থাকছে তাসকিনের হ্যাটট্রিক৷ তবে ৩-০ সিরিজ জিতে র‌্যাংকিংয়ে ৬ এ ওঠার সম্ভাবনা আর থাকলো না এই সিরিজে৷’’

টুইটারেও শুভেচ্ছা বন্যায় ভাসছেন তাসকিন৷

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খেলার খবরে ছিলেন তাসকিন...

 

সামাজিক যোগাযোগ মাধ্যম যখন তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ৷ তখন বেশ কয়েকজন গতকালের ম্যাচ চলাকালীন মাঠে কুকুর ঢোকার প্রসঙ্গ নিয়েও আলোচনা করছে৷ অনেকে মজা করে প্রশ্ন তুলেছেন, এই কুকুর কি তাসকিনের সৌভাগ্য বয়ে এনেছে!

এমনকি চ্যানেল টুয়েন্টিফোরের খেলার অনুষ্ঠান ‘স্পোর্টস টুয়েন্টি ফোর’-এও এ নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে, যা নিয়ে ফেসবুকে অনেকেই নানা মন্তব্য করেছেন৷ সংবাদটির শিরোনাম ছিল, ‘‘যেই কুকুর মাঠে ঢোকার পর বদলে গেল তাসকিনের ভাগ্য৷’’

আরদাজ অপূর্বও ফেসবুক পাতায় ইউ টিউবে কুকুরের মাঠে ঢুকে পড়ার ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‘তাসকিন আহমেদের হ্যাটট্রিক এবং একটি কুকুরের গল্প৷’’

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

প্রিয় পাঠক, আপনার প্রতিক্রিয়া নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য