1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাৎক্ষণিকভাবে ধ্বংস হবে এক হাজারেরও বেশি স্কুল

১৩ সেপ্টেম্বর ২০১০

বড় আকারের ভূমিকম্প হলে ঢাকার এক হাজারেরও বেশি স্কুল ভবন তাৎক্ষণিকভাবে ধ্বংস হবে৷ আর যদি তা হয় দিনের বেলায় তাহলে হতাহতের শিকার হবে ঐসব স্কুলের শিক্ষার্থীরা৷

https://p.dw.com/p/PB56
Student, School, Dhaka, Bangladesh, ভূমিকম্প, ঢাকা,
ফাইল ছবিছবি: picture alliance / landov

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং আর্থ অবসারভেটরি কেন্দ্রের পরিচালক ড. সৈয়দ হুমায়ুন আখতার বললেন, বাংলাদেশ এখন ভূমিকম্প বোমার ওপর অবস্থান করছে৷ যেকোন সময় এই বোমার বিস্ফোরণ ঘটবে৷

আর এই ভূমিকম্পে কত ক্ষয়-ক্ষতি হতে পারে তার হিসেব দিচ্ছেন বিশেষজ্ঞরা নানা দিক থেকে৷ কিন্তু আঁতকে ওঠার মত তথ্য দিয়েছেন, ইএনডিপির ভূমিকম্প এবং দুর্যোগ বিষয়ক গবেষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ঢাকা শহরের ২ হাজার ৭শ' প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের মধ্যে ১ হাজার ২শ' স্কুল ভবন সাত মাত্রার ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হবে৷ ভূমিকম্প দিনের বেলায় হলে স্কুলের শিক্ষার্থীদের করুণ ভাগ্য বরণ করতে হবে৷

তিনি জানান, রাজধানীর অধিকাংশ স্কুল ভবনের নির্মাণ পদ্ধতি ত্রুটিপূর্ণ৷ ভবনগুলো যথাযথ নিয়ম মেনে তৈরি করা হয়নি৷ ড. মাকসুদ কামাল জানান, ওইসব ভবন পুননির্মাণসহ স্কুলের শিক্ষার্থীদের ভূমিকম্প প্রস্তুতি মহড়া দেয়া প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ