1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাড়াতাড়িই টিকার আশ্বাস দিলেন ট্রাম্প

১৬ সেপ্টেম্বর ২০২০

করোনা ভাইরাস মোকাবিলায় টিকা নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও তিন-চার সপ্তাহের মধ্যেই টিকা প্রস্তুত হয়ে যাবে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেবার অভিযোগও উড়িয়ে দিলেন তিনি৷

https://p.dw.com/p/3iX7e
ছবি: Reuters/J. Ernst

করোনা ভাইরাসের বিপদ সম্পর্কে যথেষ্ট আগে খবর পাওয়া সত্ত্বেও দেশ ও জনসাধারণের সুরক্ষার জন্য যথেষ্ট পদক্ষেপ নেন নি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ নির্বাচনি প্রচারের মাঝে এমন অভিযোগ খণ্ডনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ এবার তিনি দাবি করলেন, যে তিন থেকে চার সপ্তাহের মধ্যে করোনার টিকা প্রস্তুত হয়ে যাবে৷ অথচ কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজ চ্যানেলে ট্রাম্প বলেন, চার থেকে আট সপ্তাহের মধ্যে করোনার টিকা আসতে চলেছে৷

ফিলাডেলফিয়া শহরে এবিসি নিউজ চ্যানেলের এক ‘টাউনহল’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, টিকা প্রায় হাতের নাগালে চলে এসেছে৷ তাঁর দাবি, লাল ফিতের ফাঁসের কারণে অতীতের কোনো প্রশাসন এমন টিকা মানুষের নাগালে আনতে হয়তো কয়েক বছর সময় নিতো৷ অথচ তাঁর আমলে দ্রুত টিকার ব্যবস্থা করা হচ্ছে৷ শুধু তাই নয়, চীন ও ইউরোপে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে তিনি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট৷

রাজনৈতিক চাপ সত্ত্বেও মার্কিন গণস্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা করোনা টিকা আবিষ্কার ও তা বিতরন নিয়ে প্রত্যাশা সম্পর্কে বার বার সতর্ক করে দিচ্ছেন৷ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি বলেন, নভেম্বর বা ডিসেম্বর মাসে করোনা টিকা প্রস্তুত হয়ে যাবে বলে বেশিরভাগ বিশেষজ্ঞের ধারণা৷ তবে অক্টোবরের মধ্যে সেই সাফল্যের সম্ভাবনা কম৷ মোটকথা, ৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে টিকা প্রস্তুত করার প্রত্যাশা যে অবাস্তব, সে বিষয়ে যথেষ্ট ঐকমত্য রয়েছে৷

বিরোধী ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে কর্তব্যে অবহেলার অভিযোগ করছেন৷ তাঁর মতে, ট্রাম্পের ব্যর্থতার কারণে অ্যামেরিকায় অত্যন্ত বেশি সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন৷ এই সংকটের অর্থনৈতিক পরিণাম সামলাতেও ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে বাইডেন অভিযোগ করছেন৷

টাউনহল অনুষ্ঠানে একাধিক প্রশ্নের জবাবে ট্রাম্প করোনা সংকটের শুরু থেকে নিজের আচরণ সম্পর্কে সমালোচনা উড়িয়ে দেন৷ অন্যান্য দেশের তুলনায় অ্যামেরিকায় বেশি পরীক্ষা হচ্ছে বলে আক্রান্তদের সংখ্যা বেশি বলে তিনি দাবি করেন৷ করোনা ভাইরাস নিজে থেকেই উধাও হয়ে যাবে, এমন অসমর্থিত দাবি সম্পর্কে অটল রয়েছেন তিনি৷ তবে টিকা থাকলে এই ভাইরাস আরও দ্রুত দূর হবে বলে মনে করেন তিনি৷ করোনার বিপদ সম্পর্কে আগাম আভাস পেয়ে তিনি কেন উপযুক্ত পদক্ষেপ নেননি, সেই প্রশ্নের জবাবে ট্রাম্প উলটে দাবি করেন, তিনি নাকি কম নয়, বরং প্রয়োজনের তুলনায় বাড়তি পদক্ষেপ নিয়েছেন৷

অথচ তিনি বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, অ্যামেরিকার মানুষের মধ্যে আতঙ্ক এড়াতে তিনি বিষয়টি লঘু করে দেখিয়েছিলেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)