1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

১২ জানুয়ারি ২০১১

পাতানো খেলার কলঙ্ক নিয়ে মাঠের বাইরে থাকা পাকিস্তানি তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগের রায় দেওয়া হবে আগামী ৫ ফেব্রুয়ারি৷ আর সেই রায় পর্যন্ত তাদের উপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ বলবৎ থাকবে৷

https://p.dw.com/p/zwTU
পাতানো খেলা, অভিযুক্ত, সাবেক, টেস্ট, অধিনায়ক, সালমান, বাট, ফাস্ট, বোলার, মোহাম্মদ, আমির, আসিফ, ট্রাইবুনাল, Cricket, Pakistan, Asif, Amer, ICC, Verdict, Fixing, Doha
ফাইল ছবিছবি: AP

আইসিসি'র দুর্নীতি বিরোধী তিন সদস্যের ট্রাইবুনাল প্রায় পাঁচ দিন শুনানি করেছে তিন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে৷ কাতারের রাজধানী দোহায় ৪৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই শুনানি৷ এসময় বিচারকরা মৌখিক সাক্ষ্য, অডিও ও ভিডিও টেপসহ অন্যান্য দলিলপত্র পরীক্ষা করে দেখেছেন৷

পাতানো খেলার দায়ে অভিযুক্ত সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাট এবং ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফসহ সবাই বেশ আগ্রহ নিয়ে প্রহর গুণছিলেন রায় শোনার জন্য৷ কিন্তু অপেক্ষার পালা শেষ হলো, যখন ট্রাইবুনালের প্রধান মাইকেল বিলোফ জানিয়ে দিলেন, ‘শুনানি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো৷ একই দিন রায় ঘোষণা করা হতে পারে৷ সঙ্গে সে পর্যন্ত তিন পাকিস্তানির ওপর আইসিসির সাময়িক বহিষ্কারাদেশও বহাল থাকবে৷'

মাইকেল বিলোফ জানান, ‘ট্রাইবুনাল মনে করেছে, শুনানিতে প্রাপ্ত বিষয়গুলো নিয়ে আরও পর্যালোচনা দরকার৷ এ কারণে সময় বাড়ানো হলো৷' বিলোফ মঙ্গলবার তাঁর বিচারিক আদেশে আরো জানিয়েছেন, ‘বাটের বিরুদ্ধে আসা একটি অভিযোগ ছাড়া তিন খেলোয়াড়ের প্রত্যেকের বিরুদ্ধে আনা ওভাল টেস্ট সম্পর্কিত যাবতীয় অভিযোগ প্রত্যাহার করেছে আইসিসি৷ তাই এসব অভিযোগ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে খালাস দিয়েছে ট্রাইবুনাল৷ তবে তাদের বিরুদ্ধে লর্ডস টেস্ট সম্পর্কিত অভিযোগগুলো বিবেচনাধীন রয়েছে৷'

যাহোক এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে আসছে এই তিন পাকিস্তানি ক্রিকেটার৷ এদিকে, ট্রাইবুনাল রায় দিতে দেরি করায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ভক্তরাও৷ পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস বলেন, ‘একটি সিদ্ধান্তে পৌঁছতে কতটা সময় তাদের দরকার তা ঠিক করা উচিত ছিল আইসিসি'র ট্রাইবুনালের৷ ইতিমধ্যে বেশ চাপে থাকা ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্ত দিতে বিলম্ব করাটা অন্যায়৷ এতোটা বিলম্ব করাটা খুব আশ্চর্যজনক৷' অনেকটা একই সুরে মন্তব্য করেন অপর সাবেক অধিনায়ক আসিফ ইকবাল৷ তিনি বলেন, ‘আইসিসি ইতিমধ্যে যথেষ্ট সময় নিয়েছে এবং অর্থ ব্যয় করেছে৷ তবুও এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ এটা অদ্ভুত৷'

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান