1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন মন্ত্রীর সুপারিশ, দুই লক্ষ টাকা ঘুষ, তবুও হলোনা চাকরি

৮ অক্টোবর ২০১০

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পাবনায় নিয়োগ বাণিজ্য, দশ ট্রাক অস্ত্র আটক মামলা এই বিষয়গুলোই আজকের ঢাকার পত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/PYv3
পরিকল্পনামন্ত্রীর সুপারিশেও চাকরি হলোনা মিনতিরছবি: Samir Kumar Dey

বঙ্গোপসাগরে লঘুচাপ

প্রথম আলো বলছে বঙ্গোপসাগর উত্তাল৷ আগামী দু-তিন দিন বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে বলে জানাচ্ছে পত্রিকাটি৷ এদিকে আবহাওয়াবিদরা বলছেন মৌসুমি বায়ু আসা ও যাওয়ার সময় বৃষ্টিপাত ও নিম্নচাপ বেড়ে যায়৷ প্রথম আলো দিয়েছে এ তথ্য৷ আর সমকালের প্রতিবেদনে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছে৷ ডেইলি স্টারের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের উপর কীভাবে প্রভাব বিস্তার করছে সেটা তুলে ধরা হয়েছে৷ পত্রিকাটি বলছে এখন শরৎকাল৷ আগে এ সময়টাতে আবহাওয়া শান্ত থাকতো, আর সঙ্গে থাকতো শান্ত সূর্যের আলো৷ কিন্তু এখন দিন পাল্টেছে৷ গত সপ্তাহে ছিল প্রচন্ড গরম৷ আর গতকাল সারাদিন বৃষ্টি৷

পাবনায় নিয়োগ বাণিজ্য

জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মোট ৭৪ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে৷ তবে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ এছাড়া জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে মামলাও হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিটি পদে নিয়োগের জন্য ২ থেকে ৩ লাখ টাকা ঘুষ নিয়েছেন৷ নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকে মৌখিক পরীক্ষায় অংশ নেয়নি বলে অভিযোগ রয়েছে৷ এদিকে রেহেনা পারভীন মিনতি নামের এক চাকরিপ্রার্থীর জন্য সরকারের পরিকল্পনা ও স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুপারিশ করেছিলেন৷ এছাড়া তিনি দুই লাখ টাকা ঘুষও দিয়েছিলেন৷ কিন্তু তার সেই চাকরিটা হয়নি৷ তাই তিনি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন৷ ইত্তেফাকেও বেশ বড় করে ছাপা হয়েছে পাবনার নিয়োগ বাণিজ্যের খবর৷

দশ ট্রাক অস্ত্র আটক মামলা

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অস্ত্র আটক ঘটনার সময় শিল্প সচিবের দায়িত্বে থাকা শোয়েব আহমদ গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ তিনি বলেছেন, সেসময়কার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর কথাবার্তা তাঁর কাছে রহস্যজনক মনে হয়েছে৷ এছাড়া সবসময় মনে হয়েছে কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে৷ প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার সহ বেশিরভাগ পত্রিকাতেই নিজামীকে নিয়ে দেয়া সাবেক শিল্প সচিবের এই বক্তব্য বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা