1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তার পানি বণ্টনে বাংলাদেশ-ভারত চুক্তি করছে

১১ জানুয়ারি ২০১১

তিস্তা নদীর পানি বণ্টনে ১৫ বছরের অন্তর্বর্তী চুক্তি করবে বাংলাদেশ ও ভারত৷ চলতি বছরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তি সই হবে৷ সোমবার দু’দেশের পানিসম্পদ সচিবের বৈঠকে চুক্তির কাঠামো চুড়ান্ত হয়েছে৷

https://p.dw.com/p/zw4L
ফাইল ছবিছবি: DW

তিস্তার পানিবণ্টন নিয়ে চুক্তির কার্যকাঠামো চুড়ান্ত করতে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকাল থেকে বিকেল অবধি বৈঠক করেন দু'দেশের প্রতিনিধি দল৷ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পানিসম্পদ সচিব ওয়াহিদুহজ্জামান৷ আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন সেদেশের পানিসম্পদ সচিব ধ্রুব বিজয় সিং৷ সন্ধ্যায় তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে বেঠকের ফলাফল তুলে ধরেন৷

বাংলাদেশের পানিসম্পদ সচিব ওয়াহিদুহজ্জামান জানান, ১৫ বছরের জন্য এই চুক্তি হবে অন্তর্বর্তীকালীন৷ তবে কোন পক্ষ কতটুকু পানি পাবে তা এখনো চুড়ান্ত হয়নি৷ এ বিষয়ে উভয় দেশেরই মতামত বিবেচনায় নেয়া হবে৷

কী ধরণের কার্যকাঠামো চুড়ান্ত হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য জানাননি কোন পক্ষই৷ তবে তারা বলেছেন, ফ্রেমওয়ার্কে দু'দেশের স্বার্থই সংরক্ষণ করা হয়েছে৷ ভারতের পানিসম্পদ সচিব ধ্রুব বিজয় সিং বলেন, দু'দেশের মানুষের আশা-আকাংখা এবং আবেগ অনুভূতিকে প্রাধান্য দেয়া হয়েছে৷

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে এই কার্যকাঠামো শিগগিরই মন্ত্রী পর্যায়ের বৈঠকে পাঠানো হবে৷ চলতি বছরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের কথা রয়েছে৷ তখন তিস্তার পানি বণ্টন চুক্তিটি সই হবে৷ বৈঠকে ফেনী নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হয়৷

তিস্তার পানি বণ্টন নিয়ে সচিব পর্যায়ে সোম ও মঙ্গল দু'দিনের বৈঠক হওয়ার কথা থাকলেও একদিনেই তা শেষ হয়েছে৷ কারন প্রথমদিনেই তারা মতৈক্যে পৌঁছতে সক্ষম হন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম