1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তার পানি বণ্টন চুক্তি সই হতে পারে জুনে

৫ অক্টোবর ২০১০

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে আগামী জুনে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই হতে পারে৷ তিনি জানিয়েছেন, রাজবাড়ীর পাংশা এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের মহাপরিকল্পনা নিয়েছে সরকার৷

https://p.dw.com/p/PVsx
পানি চাই, নদীতে স্রোত চাইছবি: AP

গঙ্গা ব্যারেজ নির্মাণ নিয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মঙ্গলবার সচিবালয়ে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে৷ সেখানেই তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি হতে পারে৷ ওই চুক্তি বাংলাদেশের জন্য খুবই জরুরী৷

তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেন, সবকিছুই নির্ভর করে সদিচ্ছার ওপর৷ আলোচনা শুরু করা যায়, কিন্তু কখন তা শেষ হবে নিশ্চিত করে বলা যায়না৷ তবে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে৷

পানি সম্পদ মন্ত্রী জানান, গঙ্গা ব্যারেজের জন্য প্রাথমিকভাবে পাংশা এলাকাকে নির্ধারণ করা হয়েছে৷ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ ব্যারেজ নির্মাণ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলায় সেচ সুবিধা দেয়া যাবে৷ উৎপাদন হবে দেড় শ‘ মেগাওয়াট বিদ্যুৎ৷

প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা৷ ২ কি.মি. দৈর্ঘের এই ব্যারেজের প্রস্থ হবে ১৮ মিটার৷ ২০১২ সালে প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে৷ বহুমুখী এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগবে প্রায় এক যুগ৷

তার মতে গঙ্গা ব্যারেজ বাস্তবায়িত হলে মৎস সম্পদ সংরক্ষণ, গঙ্গা নির্ভর নদ-নদীর পানি প্রবাহ ও নাব্যতা বাড়বে৷ পরিবেশগত ভারসম্যও রক্ষা পাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন