1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার বিধবা হবে?'

১৩ জুন ২০১৩

জীবন শুরু হয় কান্না দিয়ে, শেষেও থাকে কান্না৷ তবে কিছু মানুষ সেসব রীতিনীতির বাইরে৷ তেমনই একজন মানুষ ছিলেন স্কটিশ লেখক ইয়ান ব্যাংকস, যিনি সম্প্রতি ৫৯ বছর বয়সে ক্যানসারে মারা গেলেন৷

https://p.dw.com/p/18oO6
ছবি: DW/Shaikh Azizur Rahman

ইয়ান ব্যাংকস ছিলেন স্কটল্যান্ডের মানুষ, সারা জীবন সেখানেই কাটিয়েছেন৷ ইংরিজি সাহিত্যের ছাত্র, ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘‘দ্য ওয়্যাস্প ফ্যাকটরি'' তাঁকে বিশ্বখ্যাতি এনে দেয়৷ সে এক অদ্ভুত কাহিনি: এক স্কটিশ টিনেজার তার দশ বছর বয়স হওয়ার আগেই নিজের পরিবারের তিনজন শিশুকে হত্যা করেছে৷ অর্থাৎ গোড়া থেকেই ব্যাংকস-এর আশ্চর্য কিন্তু গা ছম ছম করা কল্পনাশক্তির স্বাক্ষর বহন করছিল এই উপন্যাসটি৷

ইয়ান ব্যাংকসকে সায়েন্স ফিকশন লেখক বললে কম বলা হয়, কিন্তু ভুল বলা হয় না৷ তার প্রমাণ তাঁর ‘‘কালচার'' সিরিজ৷ সেই সঙ্গে ছিল তাঁর গথিক বা ভূতুড়ে হিউমার, বাংলায় যাকে বলে হাস্যরস৷ অসম্ভব তাড়াতাড়ি বই লিখতে পারতেন ব্যাংকস: লেখক জীবনে দু'ডজনের বেশি বই লিখেছেন৷ তাঁর শেষ উপন্যাস ‘‘দ্য কোয়্যারি''-র একটি কপি তাঁর হাতে তুলে দেওয়া হয় মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে৷

Holi Fest Vindavan, Indien 2013
বান্ধবীকে প্রশ্ন: ‘‘তুমি কি আমার বিধবা হবে?''ছবি: DW/Shaikh Azizur Rahman

প্রকাশকরা বইটির প্রকাশনা এগিয়ে এনেছিলেন, কেননা ব্যাংকস গত এপ্রিল মাসেই তাঁর ওয়েবসাইটে ঘোষণা করেন যে, তিনি আর মাত্র কয়েক মাস বাঁচবেন৷ সে ঘোষণাও ছিল ব্যাংকস-সুলভ: ‘‘সরকারিভাবে আমার অবস্থা বিশেষ ভালো নয়৷'' ব্যাংকস নিজেই জানিয়ে দিচ্ছিলেন যে, ক্যানসার তাঁর গল ব্লাডার থেকে লিভার ও প্যানক্রিয়াসে ছড়িয়ে পড়েছে৷

আরো বড় কথা, জীবন শেষ হতে চলেছে জেনে ব্যাংকস তাঁর বান্ধবী অ্যাডেল হার্টলেকে প্রশ্ন করেন: ‘‘তুমি কি আমার বিধবা হয়ে আমাকে সম্মানিত করবে?'' হার্টলে স্বয়ং লেখিকা, এছাড়া তিনি একটি হরর ফিল্ম ফেস্টিভাল চালান৷ এমনই এক মহিলা যিনি এর পরে একটি ব্লগ পোস্ট স্বাক্ষর করেছিলেন এই উপাধি নিয়ে: ‘‘চিফ উইডো-ইন-ওয়েটিং'', অর্থাৎ ‘প্রধান হবু বিধবা'৷

হার্টলে সম্মত হলে দু'জনে হনিমুন করতে যান ভেনিস ও প্যারিসে৷ কিন্তু স্কটল্যান্ডে ফেরার পরই ব্যাংকসকে এডিনবরার হাসপাতালে ভর্তি করতে হয়৷

অনেক মানুষকে কাঁদিয়ে যাবার পরিবর্তে অনেক মানুষকে হাসিয়ে যাওয়াটায় ভুলটা কোথায়?

তবু যেন চোখে এক ফোঁটা পানি আসে...

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য