1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারের মধ্যে অদ্ভুত শিল্পকর্ম

২৭ মার্চ ২০১৭

মানুষের অনেকরকম শখ থাকে৷ সাইমন বেকের শখ তুষারের মধ্যে হেঁটে অদ্ভুত সব শিল্পকর্ম আঁকা৷ এরপর ছবি তুলে সেগুলো ফেসবুকে পোস্ট করেন তিনি৷ পাহাড়-পর্বতের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তিনি এই কাজ করেন৷

https://p.dw.com/p/2Zzz8
ছবি: DW

মানুষের অনেকরকম শখ থাকে৷ সাইমন বেকের শখ তুষারের মধ্যে হেঁটে অদ্ভুত সব শিল্পকর্ম আঁকা৷ এরপর ছবি তুলে সেগুলো ফেসবুকে পোস্ট করেন তিনি৷ পাহাড়-পর্বতের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তিনি এই কাজ করেন৷

তাঁর কোনো কোনো শিল্পকর্ম প্রায় তিনটি ফুটবল মাঠের সমান৷ তিনি বলেন, ‘‘তুষার দিয়ে তৈরি এই সব শিল্পকর্মের মাধ্যমে আপনি পর্বতমালায় সুন্দর কিছু যোগ করেন৷ পাহাড় শিল্পকর্মের আর শিল্পকর্ম পাহাড়ের সৌন্দর্য বাড়ায়৷ অর্থাৎ পাহাড় আর ছবি এখানে একটি দলের মতো কাজ করে৷''

প্রথমে কম্পাসের সাহায্যে শিল্পকর্মের একটি জ্যামিতিক কাঠামো ঠিক করেন সাইমন৷ গাণিতিক নকশা আর জাপানের ‘বালু বাগান' এক্ষেত্রে তাঁকে অনুপ্রেরণা যোগায়৷ ঠিকভাবে লাইন টানাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন৷ সাইমন বেক বলেন, ‘‘কম্পাস দিয়ে পরিমাপ ঠিক করতেই প্রথম দুই ঘণ্টা চলে যায়৷ আপনি যদি হেঁটে একবার ভুল পথে চলে যান, তাহলে সেটি আর ঠিক করতে পারবেন না৷ তাই পরিমাপের কাজটা যথেষ্ট গুরুত্ব দিয়ে করতে হয়৷ প্রধান লাইনগুলো ঠিক করা হয়ে গেলে পুরো কাজটা অনেক সহজ হয়ে যায়৷ এই কাজের সময় মিউজিক শুনতে ভালো লাগে আমার৷''

জার্মান কম্পোজার লুডভিগ ফান বেটোফেনের মিউজিক শুনতে পছন্দ করেন সাইমন৷ ছবি আঁকতে প্রায় দশ ঘণ্টা তুষারের মধ্যে হাঁটেন তিনি৷ ভূ-পৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় বাতাস আর আবহাওয়ার সঙ্গে লড়তে হয় তাঁকে৷

ছবি তোলার পরপরই তিনি সেগুলো ফেসবুকে আপলোড করেন৷ সেখানেই তাঁর ছবি পোস্ট করেন সাইমন৷ ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় তিন লক্ষ৷ তিনি বলেন, ‘‘অনেকেই ফেসবুক ব্যবহার করেন৷ তাই সেখানে প্রবেশের মাধ্যমেই আসলে আমার ব্যবসা শুরু হয়৷ এটা ইন্টারনেটের বেশ ভালো একটা দিক, কারণ, আপনার ছবি প্রদর্শনীর জন্য আপনাকে কোনো আর্ট গ্যালারি কর্তৃপক্ষের পেছনে ছুটতে হয় না৷ ফেসবুকের মাধ্যমেই আপনি সবাইকে ছবি দেখাতে পারেন৷''

ফেসবুকের কারণে সাইমনের শীতকালে করা কাজগুলো সারা বছরই দেখতে পারেন আগ্রহীরা৷

গেরহার্ড জনলাইটনার/জেডএইচ

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান