1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে ভোগ্যপণ্যের ওপর

২৮ মে ২০১১

বাংলাদেশে জ্বালানি তেল আর গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে ভোগ্যপণ্যের ওপর৷ দেশে বোরো ধানের বাম্পার ফলনের পরও চালের দাম বাড়ছে৷

https://p.dw.com/p/11PdN
As my car was waiting in a Jam near Shahbag crossing, I have seen that, these three children were taking drinking water in plastic containers, from a sewerage pipeline. It was a wonder, that the wall, in front of the girls, is the wall of WASA (water supply)? That means the water inside the boundary-is purified and only for those, who are able to pay. And the water, outside of the wall/boundary is the not purified, free to take and contaminated sewerage water, is for those, who cannot pay! Do we need a new slogan in the Globalised world: Drinking Water for All?. Fotograf/Datum: Monowara Begumi, Germany, August 2009, Aufnahmeort: Dhaka, Bangladesh. Bildrechte: Verwertungsrechte im Kontext des Global Media Forums eingeräumt.
সংকটের শহর ঢাকা৷ ছবি: মনোয়ারা বেগমছবি: Monowara Begumi

বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এমন হচ্ছে৷ এ অবস্থায় আগামী রমজান মাসে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার উপজেলা পর্যায় পর্যন্ত টিসিবির ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে৷

দেশে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে৷ এই মৌসুমে তাই চালের দাম কমার কথা৷ কিন্তু উল্টো গত কয়েকদিনে কেজিতে সব ধরনের চালের দাম ২ থেকে ৩ টাকা টাকা বেড়েছে৷ বিক্রেতারা এজন্য জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেন৷

গত ফেব্রুয়ারিতে সরকার সয়াবিন তেলের খুচরা দাম প্রতি লিটার ১১৬ টাকা বেঁধে দেয়৷ ভোজ্য তেল আমদানীকারকরা তা মেনেও নেন৷ কিন্তু ব্যবসায়ীরা সরকারের সঙ্গে আলাপ না করেই খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ২টাকা বাড়িয়ে দিয়েছেন৷ অজুহাত একই জ্বালানি তেলের দাম বৃদ্ধি৷

এ অবস্থায় সরকার রোজার মাসকে সামনে রেখে টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্য আমদানির প্রক্রিয়া শুরু করছে৷ বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, এবার শুধু শহরে নয়, উপজেলা পর্যায় পর্যন্ত টিসিবির ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হবে৷ তিনি জানান, এর বাইরেও বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার রমজান মাসে নতুন আরো কিছু উদ্যোগ নিচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য