1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল বিপর্যয় সামলাতে কস্টনার’এর ‘‘স্বপ্নের যন্ত্র’’

১৯ জুন ২০১০

গত শুক্রবার থেকে হলিউড তারকা কেভিন কস্টনারের কোম্পানির তেল আর জল আলাদা করার সেন্ট্রিফিউজগুলি ব্যবহার করতে শুরু করেছে বিপি - মেক্সিকো উপসাগরে৷

https://p.dw.com/p/NxFK
ফাইল ফটোছবি: AP

না, ‘‘ড্যান্সেস উইথ উল্ভস্'', ‘‘ওয়াটারওয়ার্ল্ড'' এবং ‘‘বডিগার্ড''-এর মতো ফিল্মের নায়ক কেভিন কস্টনার এখন কোনো পরিবেশবাদী ছবি তৈরী করছেন না৷ তাঁর সত্যিই ‘ওসেন থেরাপি সলিউশন্স' নামের একটি কোম্পানি আছে৷ এই কোম্পানির ভি-২০ মেশিনটি দিনে ২,১০,০০০ গ্যালন তেলে-জলে মেশা জল আলাদা করতে পারে৷ কস্টনার বিগত ১৭ বছর ধরে তাঁর কোম্পানির সৃষ্ট এই প্রযুক্তি কাজে লাগানোর চেষ্টা করছেন৷ এর পেছনে তিনি তাঁর নিজের দু' কোটি ডলার বিনিয়োগ করেছেন৷

কস্টনার গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছেন এক মাইলের বেশী গভীরতায় সমুদ্রগর্ভে তেলের কূপ খননের ঝুঁকি নিয়ে - এবং সেই ঝুঁকি কমানোর জন্য কিভাবে একবিংশ শতাব্দীর উপযোগী কোনো সমাধানের প্রয়োজন৷ কস্টনার তাঁর সাক্ষ্যে বলেন যে, তাঁর প্রস্তাবগুলি স্রেফ উপেক্ষা করা হয়েছে এবং আমলাদের লাল ফিতের বাঁধনে নতুন প্রযুক্তির প্রচলনও ব্যাহত হয়েছে৷

এখন বিপি কস্টনারের কোম্পানির ৩২টি সেন্ট্রিফিউজ নিয়েছে ডীপওয়াটার দুর্ঘটনা থেকে যে তেল নির্গত হচ্ছে, তার কিছুটা অপসারণ করার জন্য৷ বিপি আগেই যন্ত্রগুলি পরীক্ষা করে দেখেছে, সেগুলি সমুদ্রগর্ভে কাঁচাতেলের জন্য উপযোগী কিনা৷ কস্টনারকে শুক্রবার দেখা যায় দক্ষিণ লুইজিয়ানার পোর্ট ফুর্চন'এ, যা কিনা তেলশিল্পের একটি সরবরাহ বন্দর৷ কস্টনার সাংবাদিকদের তাঁর ‘‘স্বপ্নের যন্ত্রটির'' কথা বলছিলেন৷ তাঁর পিছনে ছিল ঐ স্বপ্নের যন্ত্রগুলি বসানো একটি বার্জ বা গাধাবোট৷ বার্জটি বন্দরে ফিরেছিল জিপিএস লাগানোর জন্য৷

কস্টনারের কোম্পানির ৩২টি মেশিন আগামী ৬০ দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের বৃহত্তম পরিবেশ বিপর্যয় রোধে সাহায্য করবে৷ এর চাইতে বড় স্বপ্নই বা আর কি হতে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম