1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ড সরকারকে বিক্ষোভকারীদের চরমপত্র

১৪ মার্চ ২০১০

থাইল্যান্ডে সরকার বিরোধীরা ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছে৷ এই দাবি মানা না হলে রাজধানী ব্যাংকক অচল করে দেওয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/MSiS
ব্যাংককে বিরোধীদের বিক্ষোভছবি: AP

সেনা সমর্থনপুষ্ট সরকারের বিরোধী হাজার হাজার প্রতিবাদকারী রবিবার ব্যাংককে জড়ো হয়ে এই ঘোষণা দেয়৷ সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রায় ৮০ হাজার সমর্থক লাল শার্ট পরে শনিবার ব্যাংককে পৌঁছতে শুরু করে৷ উল্লেখ্য, থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন৷ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক থাউইল প্লিয়েস্রি বলেন, ‘‘বিক্ষোভকারীদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে৷'' তবে বিক্ষোভকারী নেতারা জানিয়েছেন, শনিবার রাতেই প্রতিবাদকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে৷

থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের অনেকেই দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে ট্রাক, পিকআপ, মটর সাইকেল, ভ্যান এমনকি নৌকা করে রাজধানী ব্যাংককে আসছে৷ আরও হাজার হাজার সমর্থক ব্যাংককের পথে রয়েছে৷ লাল শার্ট পরিহিত সরকার বিরোধীরা হাতে লাল পতাকা বহনের পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নানা শ্লোগান দেয় ও গান গাইতে থাকে৷

Thailand Demo in Bangkok Flash-Galerie
লাল শার্ট পরিহিত বিক্ষোভকারীদের একাংশছবি: ap

প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার ওপর অব্যাহতভাবে চাপ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে অভিজিৎ সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের ঘোষণা দেন৷ সোমবার দুপুরের মধ্যে দাবি না মানলে গোটা ব্যাংকক জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং রাস্তাঘাট অচল করে দেওয়া হবে বলে জানান বিক্ষোভকারীদের অন্যতম নেতা নাট্টাওয়াট সাইকুয়া৷ ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইনস্ট ডিক্টেটরশিপ - ইউএফডিডি'র সভাপতি ভিরা মাজিকাপং বলেন, ‘‘সরকারের কাছে আমাদের দাবি ক্ষমতা ছেড়ে তা জনগণের হাতে তুলে দিন৷''

এদিকে, সাপ্তাহিক রেডিও বক্তৃতায় রবিবার প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা শীঘ্রই কোন নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ সরকারি ভাষ্য মতে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রায় ৫০ হাজার সেনা ও পুলিশ ব্যাংককের রাস্তায় মোতায়েন রয়েছে৷

পুলিশ গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় হানা দিয়ে ১০০টি অস্ত্র সদৃশ যন্ত্র উদ্ধার করেছে৷ এসব যন্ত্রকে গ্রেনেড লাঞ্চার হিসেবে ব্যবহার করা হতে পারতো বলে পুলিশ জানিয়েছে৷ এছাড়া, বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ভুয়া ইউনিফর্ম পরে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করতে পারে বলে সরকার জানিয়েছে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক