1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ড : সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে দেয়ার ঘোষণা

৬ এপ্রিল ২০১০

থাইল্যান্ডের লাল জামাধারী আন্দোলনকারীদের বিক্ষোভে রাজধানী ব্যাংককের মূল বিপণি এলাকা পুরোপুরি অচল হয়ে পড়েছে৷ পুলিশ এই বিক্ষোভ থামাতে আক্রমণ করতে পারে এমন আশঙ্কার পর, থাকসিন শিনাওয়ার্তার সমর্থকরা আরও বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন৷

https://p.dw.com/p/MoDC
নেচে গেয়ে লাল জামাধারীদের বিক্ষোভছবি: AP

মঙ্গলবার তারা নগরীর কেন্দ্রস্থলে পুলিশের উপর বোতল এবং ঢিল নিক্ষেপ করেছে৷ প্রায় ২০ হাজার বিক্ষোভকারী প্রধান সড়কের এধার থেকে ওধারে যাচ্ছে মিছিল করে, দিচ্ছে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা বিরোধী শ্লোগান৷ এরই মধ্যে তারা জানিয়েছে, এবার তাদের লক্ষ্য সরকারি দল ডেমোক্রেট পার্টির সদর দফতর ঘেরাও করা৷ আন্দোলনকারীদের নেতা চাটুপন ফোমপান বার্তা সংস্থাগুলোর মাধ্যমে সারা দেশের থাকসিন শিনাওয়ার্তার সমর্থকদের নিজ নিজ শহরে এই আন্দোলন শুরু করার আহ্বান জানিযেছেন৷ তিনি মনে করছেন, আজই কোন এক সময় পুলিশ তাদের উপর চড়াও হবে৷ তিনি বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে৷

অবশ্য ইতিমধ্যেই পুলিশ বিক্ষোভ স্থলের বিভিন্ন রাস্তায় কাটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে৷ তারা চাইছেন বিক্ষোভকারীরা তাদের গণ্ডি ছেড়ে অন্যত্র না ছড়িয়ে পড়ুক৷ কিন্তু সেই বাধা মানছেন না বিক্ষোভকারীরা৷ বিভিন্ন স্থানে পুলিশের উপর বোতল এবং পাথর ছুড়ে তারা এসবের প্রতিবাদ করছেন৷

তবে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করার উদ্যোগ কোন মহল থেকেই দেখা যাচ্ছে না৷ সরকারি এক নেতা বলেছেন, আমরা বিরোধ সৃষ্টি করতে চাই না৷ আমরা শুধু আইন অনুসারে যা করার তাই করবো৷

গত ১২ই মার্চ থেকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সমর্থকরা ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করে আসছে৷

প্রতিবেদক : সাগর সরওয়ার

সম্পাদনা : দেবারতি গুহ