1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেবাগ-টেন্ডুলকারের সেঞ্চুরি

১৫ ফেব্রুয়ারি ২০১০

কলকাতায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও শচীন টেন্ডুলকর দুজনেই সেঞ্চুরি করলেন৷ শেবাগ করেন ১৬৫ ও টেন্ডুলকর ১০৬ রান৷

https://p.dw.com/p/M1yQ
শেবাগ-টেন্ডুলকার জুটি আবারো বাজি মাৎ করলোছবি: AP

বিশ্বের এক নম্বর ক্রিকেট দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে হলে ভারতকে এই টেস্টে জিততেই হবে৷ উল্লেখ্য যে, ভারত নাগপুরে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয় এক ইনিংস ও ছয় রানে৷ সিরিজে সমতা আনতে হলেও ভারতকে কলকাতা টেস্টে জয়ী হতে হবে৷

সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ৩৪২ রান৷ শেবাগ সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করলেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম৷ এ নিয়ে তাঁর মোট সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ১৯৷ আর টেন্ডুলকর করলেন তাঁর ৪৭তম টেস্ট সেঞ্চুরি ৷ এটা তাঁর উপর্যুপরি চতুর্থ সেঞ্চুরি৷ বাংলাদেশের বিরুদ্ধে ১০৫ ও ১৪৩ রানের পর বর্তমান সিরিজের নাগপুর টেস্টে তিনি করেন ১০০ রান৷

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ২৯৬ রান৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক