1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবেন না বালাক

১৭ মে ২০১০

জার্মান জাতীয় দলের জন্য দুঃসংবাদ৷ আহত থাকার কারণে টিমের ক্যাপ্টেন মিশায়েল বালাক আগামী মাসে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা থেকে বাদ পড়ছেন৷

https://p.dw.com/p/NPsy
শনিবার চেলসি’র হয়ে খেলতে গিয়ে আহত হন বালাকছবি: picture alliance / ZUMA Press

চূড়ান্ত টিম স্থির করা যে কত কঠিন, কোচ ইয়োআখিম ল্যোভ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন৷ সবদিক বিচার করে কাগজে কলমে তিনি টিমের খসড়া তৈরি করার কাজ করছেন বটে, কিন্তু বাস্তবে সেই হিসেব গোলমাল করে দিচ্ছে খেলোয়াড়দের শারীরিক সমস্যা৷ যাঁর উপর তাঁর অগাধ বিশ্বাস ছিল, সেই ক্যাপ্টেন বালাকও এবার এই বাদ-পড়াদের তালিকায় নাম লেখালেন৷ সোমবার সকালে মিউনিখে ডাক্তারি পরীক্ষার পর বালাক ছাড়পত্র পেলেন না৷

এই খবর পেয়ে গোটা জার্মানি বিহ্বল হয়ে পড়েছে বটে, কিন্তু এমন অঘটনের আশঙ্কা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না৷ গত শনিবার চেলসির হয়ে পোর্টসমাউথ'এর বিরুদ্ধে খেলার সময় তাঁর বিরুদ্ধে ফাউল করেন কেভিন বোটেং৷ সেসময়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন৷ চেলসি'র ডাক্তারদের সঙ্গে কথা বলে তিনি রবিবার রাতেই মিউনিখ চলে আসেন৷ সেখানে জাতীয় দলের ডাক্তার বালাক'কে পরীক্ষা করে দেখে বলেছেন, চিন্তার কোনো কারণ নেই৷ আপাতত ক্ষতের জায়গায় ৪ সপ্তাহ ধরে ব্যান্ডেজ বেঁধে রাখতে হবে৷ তারপর বিশেষ জুতো পরতে হবে৷ তবে ৮ সপ্তাহের আগে মাঠে নামার কোনো প্রশ্নই ওঠে না৷ এদিকে বিশ্বকাপের আসর চলবে ১১ই জুন থেকে ১১ই জুলাই পর্যন্ত৷ ফলে এমন মোক্ষম সময়েই টিমে থাকতে পারবেন না বালাক৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক