1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দন্তহীন ব্যাঘ্রদের ধসিয়ে দিল ক্যারিবিয়ানরা

৪ মার্চ ২০১১

ওয়ানডে ব়্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের ব্যবধান খুব কম৷ কাগুজে হিসেবে হয়তো ঠিক৷ কিন্তু বাস্তবে ফারাকটা বুঝিয়ে দিল ক্যারিবিয়রা৷ শুরুতে ব্যাট করে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা৷ নয় উইকেটে জয় পায় প্রতিপক্ষ৷

https://p.dw.com/p/10TLu
এবার আর শুধু আশরাফুলকে দোষ দেওয়ার সুযোগ নেইছবি: AP

ব্যাটিং বিপর্যয়

শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল৷ ক্যারিবিয়ানদের বোলিংয়ের সামনের দাঁড়াতেই পারেনি টাইগাররা৷ ব্যক্তিগত শূন্য’র ঘরেই আউট চার খেলোয়াড়৷ টাইগারদের ব্যাটিং স্কোর বোর্ডটা এরকম: ০- ৫-২৫-০-৮-৪-১১-১-০-২-০-২(অতিরিক্ত)৷ দলের শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে কেবল জুনায়েদ সিদ্দিকি আর মোহাম্মদ আশরাফুল পার করেছেন দুই অঙ্কের ঘর৷ ২৫ রান সংগ্রহ করে কেমার রোচ এর বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন জুনায়েদ৷ আর আশরাফুলের সংগ্রহ ১১, তিনিও রোচ এর শিকার৷ ব্যক্তিগত শূন্য রানে আউট তামিম ইকবাল, মুশফিক রহিম, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন৷

ক্যারিবিয়ান বোলাররা সফল

ক্যারিবিয়ানদের অন্যতম সফল বোলার ডেরেন সামি৷ সাত ওভার বল করে মাত্র ২১ রানে তিনি সাজঘরে ফিরিয়েছেন ইমরুল, মুশফিক, রাকিবুলকে৷ ২৭ বছর বয়সি এই ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলারের সঙ্গে আরো যোগ হন কেমার রোচ আর সুলাইমান বেন৷ ৫ ওভারে ১৮ রান খরচায় রোচ এর সংগ্রহ তামিম, জুনায়েদ আর আশরাফুলের উইকেট৷ অন্যদিকে বেন দ্রুত তুলে নেন রুবেল, শফিউল, নাইম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাকিব আল-হাসান এর উইকেট৷

Flash-Galerie Cricket World Cup 2011
ঢাকা এখন ক্রিকেট নগরীছবি: DW

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট খরচ করে মাত্র ১২ ওভারেই পেরিয়ে যায় ৫৮ রানের স্কোর৷ সেদলের ক্রিস গেইল একাই করেন ৩৭ রান৷

আড়াই ঘন্টায় শেষ

মাত্র আড়াই ঘণ্টায় শেষ হওয়া বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে বিচার বিশ্লেষণ হচ্ছে ব্যাপক৷ বার্তা সংস্থা এএফপি বাংলাদেশ দলকে তুলনা করছে ‘দাঁতহীন বাঘের’ সঙ্গে৷ স্বাগতিকদের অধিনায়ক সাকিব আল-হাসান জানিয়েছেন, এত খারাপ ব্যাট করার কথা স্বপ্নেও ভাবিনি৷ কেননা গত ১২ মাস ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি৷ এদিকে, এই হারের ফলে বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছানো বেশ দুঃসাধ্য হয়ে গেল৷ কেননা, শেষ আটের প্রতিযোগিতায় টিকতে গেলে টাইগারদের হারাতে হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসকে৷ সাকিব অবশ্য বলেছেন, বাকি তিন ম্যাচের দু’টো জিতলেই চলবে৷

উল্লেখ্য, বিশ্বকাপে এবং একদিনের ক্রিকেটে ৫৮ রান বাংলাদেশ দলের সর্বনিম্ন স্কোর৷ এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ১০৮ আর একদিনের ক্রিকেটে ৭৪৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য