1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দর্শক ফিরছে টেনিসে

২৭ মে ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেলাধুলার জগৎ এখনো প্রায় বন্ধ৷ যৎসামান্য যা শুরু হয়েছে, সেখানেও থাকে না দর্শক৷ তবে যুক্তরাষ্ট্রে দর্শক নিয়েই শুরু হবে টিম টেনিস৷

https://p.dw.com/p/3coxZ
ফাইল ছবিছবি: Reuters/R. Deutsch/USA Today Sports

অনেক খেলার মতো টেনিসের সব প্রতিযোগিতাও এখন বন্ধ রয়েছে৷ ডাব্লিউটিএ, এটিপি এবং আইটিএফ, অর্থাৎ, টেনিসের মূল তিন সংস্থাই জানিয়েছে, তাদের কোনো আয়োজন জুলাই মাসের শেষ সপ্তাহের আগে শুরু হওয়ার সম্ভাবনা খুব কম৷ শুরু হলেও সব প্রতিযোগিতায় গ্যালারিতে দর্শক থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ তবে ওয়ার্ল্ড টিম টেনিস (ডাব্লিউটিটি) জানিয়েছে, আগামী ১২ জুলাই থেকে তাদের যে তিন সপ্তাহের মৌসুম শুরু হওয়ার কথা তা আরও আকর্ষণীয়ভাবে শুরু করা হবে৷

প্রথম আকর্ষণ প্রাইজমানি বৃদ্ধি৷ গতবছর প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার, এবার তা বাড়িয়ে ৫০ লাখ ডলার করা হবে৷ তবে অন্যান্য বার খেলা হতো বিভিন্ন দেশের নানা ভেন্যুতে৷ করোনার কারণে এবার খেলা হবে শুধু যুক্তরাষ্ট্রে৷

করোনা সংকটের কারণে দর্শক উপস্থিতিতে খেলা আয়োজনও এখন বিশাল ঘটনা৷ তা-ও ঘটবে ওয়ার্ল্ড টিম টেনিসের এ আয়োজনে৷ খোলা আকাশের নীচে ৫০০ দর্শকের উপস্থিতিতে সব ম্যাচ আয়োজনের কথা ভাবছেন আয়োজকরা৷

এসিবি/এফএস (এপি)

১৫ মে’র ছবিঘরটি দেখুন...