1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবন্ধকতা জয় করেছেন মউশ্রী বশিষ্ঠ

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৫ জুন ২০১৭

মাত্র ছয় বছর বয়সে ‘‌রেটিনোসিস পিগমেন্টোসা’‌ রোগের কারণে তাঁর দৃষ্টিশক্তি ক্রমশ চলে যায়৷ মানে, যে বয়সটা স্কুলে পড়ার, ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে তৈরি করার, তখনই চরম ধাক্কা খান মউশ্রী৷

https://p.dw.com/p/2e8XI

এরপর জীবন থমকে দাঁড়িয়ে পড়ার কথা ছিল৷ কিন্তু তা হতে দেননি মউশ্রী ও তাঁর বাবা-মা৷ অবিশ্বাস্য অধ্যবসায়, পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে নিজের দর্শন-প্রতিবন্ধকতার যাবতীয় অসুবিধা অতিক্রম করে যান মউশ্রী৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, একে একে সব সাফল্যের চৌকাঠ পেরিয়ে পিএইচডি পর্যন্ত পৌঁছে যান৷ 

এখন মউশ্রী একটি আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা৷ তাঁর সাফল্য, তাঁর জীবনযাপন একবারের জন্যেও মনে করায় না যে, মউশ্রী দৃষ্টি-প্রতিবন্ধী৷ ছোটবেলায় বাবা-মায়ের সাহায্য সঙ্গে ছিল, এখন স্বামীও পাশে এসে দাঁড়িয়েছেন হাত ধরে থাকার জন্য৷ এখন এতটাই পূর্ণ মউশ্রীর জীবন যে, তিনি হাসিমুখে বলতে পারেন – আই অ্যাম এনজয়িং মাই লাইফ!‌ 

মউশ্রীর অস্তিত্ব আসলে অন্ধকার থেকে আলোয় ফেরা এক অসাধারণ জীবনেরই উদযাপন৷ মউশ্রীর দৃষ্টান্ত বাকি সমাজের কাছে, হার না মানার, চলতে থাকার, এগিয়ে যাওয়ার৷ অন্যকে রাস্তা দেখানোর এক বাতিস্তম্ভ তিনি৷