1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দলীয় প্রধানের পদ ছেড়ে দেবেন ব্রাউন

১১ মে ২০১০

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন দলীয় প্রধানের পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন৷ দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ পরবর্তী নেতা হিসেবে নাম শোনা যাচ্ছে ডেভিড মিলিব্যান্ডের৷

https://p.dw.com/p/NKnw
গর্ডন ব্রাউনছবি: AP

জোটের স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত

গত ৬ মে-র নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি পায় ২৫৮ টি আসন যেখানে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি পায় ৩০৬টি আসন৷ এরপরও লিবারাল ডেমোক্র্যাটদের সঙ্গে একটি জোট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে লেবার পার্টি৷ কিন্তু গর্ডন ব্রাউনকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে রাজি নন লিব ডেম নেতা নিক ক্লেগ৷ তাই জোট গঠনের স্বার্থেই দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাউন৷ সোমবার ডাউনিং স্ট্রিটে তাঁর কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে ব্রাউন এই ব্যাপারে বলেন, ‘এবার ঝুলন্ত সংসদ পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হচ্ছে কোন দল বা নেতা দেশের জনগণের পুরো সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন৷ দলীয় প্রধান হিসেবে এই রায় আমাকে মেনে নিতেই হবে৷ তাই আমি লেবার পার্টিকে তাদের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাচ্ছি৷' তবে ব্রাউন তাঁর পদত্যাগের সুনির্দিষ্ট কোন সময়সীমা বেঁধে দেননি৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন যে দলের নেতা নির্বাচন প্রক্রিয়ায় তিনি কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না৷

David Miliband Außenminister England
ডেভিড মিলিব্যান্ডছবি: AP

সম্ভাব্য পরবর্তী নেতা

ব্রাউনের সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকেই ব্রিটিশ বুকিরা বা বাজি ধরার প্রতিষ্ঠানগুলো নতুন নেতা নিয়ে তাদের হিসাব শুরু করে দিয়েছে৷ এতে যার নাম সবেচেয়ে আগে রয়েছে তিনি হলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড৷ মনে করা হচ্ছে ব্রাউন সরে দাঁড়ালে এবং লেবার পার্টি লিব ডেমের সঙ্গে জোট সরকার করতে পারলে মিলিব্যান্ডই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী৷ মিলিব্যান্ডের পরেই রয়েছেন তাঁর ছোট ভাই বর্তমান জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড৷ এছাড়া অর্থ মন্ত্রী অ্যালিস্টেয়ার ডার্লিং এর নামও শোনা যাচ্ছে৷

লিব ডেমের প্রতি ক্যামেরনের চুড়ান্ত প্রস্তাব

জোট গঠন নিয়ে এখনও প্রধান দুই দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন লিবারাল ডেমোক্র্যাট দলের প্রধান নিক ক্লেগ৷ এদিকে সোমবারই তাঁকে চূড়ান্ত প্রস্তাব পাঠিয়েছে কনজারভেটিভ পার্টি৷ দলের পক্ষ থেকে আলোচক জর্জ অসবর্ন এই কথা জানিয়ে বলেন, আমরা একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠনের জন্য এবং নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাব দিয়ে জোট গঠনের প্রস্তাব দিচ্ছি৷ উল্লেখ্য, লিব ডেম এর অন্যতম দাবি হচ্ছে, প্রচলিত পদ্ধতির নির্বাচনের পরিবর্তে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন করা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী