1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দলের শক্তি বাড়াতে নিউজিল্যান্ড ক্রিকেট প্রধানের নির্দেশ

২২ অক্টোবর ২০১০

বাংলাদেশের সঙ্গে ওয়ান ডে সিরিজে লজ্জাজনক পরাজয়ের পরে নিউজিল্যান্ডের ক্রিকেট প্রধান আসন্ন ভারত টেস্ট শুরু হবার আগে ‘ব্ল্যাক ক্যাপস’দের শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন শুক্রবার৷

https://p.dw.com/p/PlEs
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ড দলছবি: AP

নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান ক্রিস মোলার বলেছেন, বাংলাদেশের সঙ্গে ৪-০ তে হোয়াইট ওয়াশ হবার পরে, তাঁর বোর্ড, ক্যাপটেন ডানিয়েল ভেট্টোরি এবং কোচ মার্ক গ্রেটব্যাচের সঙ্গে দলকে শক্তিশালী করার বিষয়টি নিয়ে কথা বলেছেন৷ প্রধান কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথমবারের মত সিরিজ জয় করলো৷ মোলার জানান, ভারত টেস্ট শুরু হচ্ছে আগামী মাসে, তাই দ্রুত দলের শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড৷

এনজেডসি-র চেয়ারম্যান বলেন, ‘‘খেলোয়াড়দের মধ্যে বিশেষ করে ব্যাটসম্যানদের শক্তি বৃদ্ধি করা প্রয়োজন এবং খেলে দলের সামর্থ্য প্রমাণ করতে হবে৷'' এছাড়াও নিউজিল্যান্ড দলের খেলায় কাঠামোগত পরিবর্তন আনার বিষয়টি পুনর্বিবেচনার জন্যে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে৷

কমিটিতে মোলার ছাড়াও সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় স্টেফান বুক এবং রব হার্ট, বিচারক জন হ্যানসেন এবং আরো তিনজন সাবেক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হবে৷ তবে এই তিনজনের নাম ঘোষণা করা হয়নি৷ মোলার বলেন, ‘ব্ল্যাক ক্যাপস'সহ তৃণমূল থেকে এলিট পর্যায় পর্যন্ত খেলা নিয়ে সবধরণের অধিকারই কমিটিকে দেওয়া হবে৷

নিউজিল্যান্ডের গণমাধ্যমগুলো সিরিজ হারাকে দেশের ক্রিকেটের জন্যে সবচেয়ে বাজে খেলা বলে অভিহিত করেছে৷ এবং একই সঙ্গে আসন্ন ভারত টেস্ট ও আগামী বছরের বিশ্ব কাপ ক্রিকেটেও একই ধরণের খেলার পুনরবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক