1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাবায় এখনও বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ

১২ মে ২০১০

দাবার জগতে ভারত আবারো ছিনিয়ে নিল শ্রেষ্ঠত্বের আসন৷ এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের অন্যতম দাবাড়ু বিশ্বনাথন আনন্দ৷ বুলগেরিয়ার ভেসেলিন টোপালভকে দুর্দান্ত ৫৬ চালে হারিয়ে খেতাব জিতে নিলেন তিনিই৷

https://p.dw.com/p/NMNr

ভারতীয় গ্র্যান্ডমাস্টারের কোন জবাব নেই৷ একাদশ রাউন্ড পর্যন্ত আনন্দ এবং টোপালভ - দু'জনের পয়েন্টই ছিল ৫.৫৷ কিন্তু চূড়ান্ত গেমে মাথা ঠাণ্ডা রেখে বিপক্ষকে হারিয়ে আনন্দ বুঝিয়ে দিলেন যে, তিনিই ভারতের সর্বশ্রেষ্ঠ দাবাড়ু৷

প্রথম দিকে কোনরকম ঝুঁকি নিচ্ছিলেন না আনন্দ৷ তবে খেলার মাঝামাঝি সময়ে নিজের দিকেই রাশ টেনে নিলেন তিনি৷ তাই একটা সময় দেখতে দেখতে আনন্দের পক্ষে ফল দাঁড়িয়ে যায় ৬.৫-৫.৫৷

Schach-Star Vishwanathan Anand
ভারতের অন্যতম দাবাড়ু বিশ্বনাথন আনন্দছবি: AP

অথচ এবারে টুর্নামেন্টে নানান বিপত্তির মধ্য দিয়ে এগোতে হয়েছিল ভারতীয় এই চ্যাম্পিয়নকে৷ আইসল্যান্ডের অগ্নুৎপাত এবং তার থেকে সৃষ্ট ছাইমেঘের কারণে ইউরোপের সমস্ত উড়ান বাতিল হয়ে যায়৷ উদ্যোক্তা কমিটিকে খেলার ক্রীড়াসূচি তিনদিন পিছিয়ে ফেলার অনুরোধ জানান আনন্দ৷ কিন্তু কমিটি অনুষ্ঠানসূচি মাত্র একদিন পিছতে সক্ষম হয়৷ ফলে আনন্দকে চল্লিশ ঘন্টার বেশি সময় ধরে সড়ক পথে এসে মুখোমুখি হতে হয় টোপালভ-এর৷ প্রচণ্ড ক্লান্তিতে প্রথম গেমে হেরে যান তিনি৷

কিন্তু পরের গেমেই লড়াই-এ ফিরে আসেন এই গ্র্যান্ডমাস্টার৷ এরপর চতুর্থ গেমে এগিয়ে গেলেও, অষ্টম গেমে আবারো হার মানতে হয় আনন্দকে৷ শেষ গেমে কালো ঘুঁটি নিয়েই তিনি জিতে যান বাজি৷ দাবার ইতিহাসে এরকম কিন্তু আর হয়নি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন