1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দারুণ লড়েও রানের পাহাড়ের সামনে বাংলাদেশ

৩০ এপ্রিল ২০২১

বাংলাদেশের বোলাররা দারুণ লড়াই উপহার দিলেন৷ গতি আর আগ্রাসনে দুর্দান্ত বোলিং তাসকিন আহমেদের৷ কিন্তু দিনের শেষে নিরোশান ডিকভেলা পাল্টা আক্রমণ করে দ্রুত বাড়ালেন শ্রীলঙ্কার রান৷

https://p.dw.com/p/3soR6
ফাইল ফটোছবি: Ishara S. Kodikara/AFP

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৯৷ সামগ্রিকভাবে এখনও শ্রীলঙ্কা শক্ত অবস্থানে৷ তবে বাংলাদেশ প্রথম দিনের কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে দ্বিতীয় দিনের পারফর্ম্যান্সে একটু এগিয়ে৷

১ উইকেটে ২৯১ রান নিয়ে শুরু করে এ দিন রানের জন্য বেশ লড়াই করতে হয় লঙ্কানদের৷ পরেও রানের গতি তেমন বাড়েনি৷

তবে চিত্রটা পাল্টে যায় ডিকভেলার আগমনে৷ অলরাউন্ডার রমেশ মেন্ডিসের সঙ্গে তার সপ্তম উইকেট জুটিতে ১১৭ বলে উঠেছে ৮৭ রান৷ ওই সময় কিছুটা মলিন হয় বাংলাদেশের দারুণ লড়াইয়ের দিনটি৷ সিরিজ জুড়ে দারুণ বোলিং করা তাসকিন ধারাবাহিকতা ধরে রাখেন৷ টানা ভালো বোলিং করার পুরস্কারও পেয়ে যান সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও পাথুম নিসানকার উইকেট নিয়ে৷ বাংলাদেশের বোলারদের নেতৃত্বে ছিলেন তাসকিন৷ ১১৯ রানে ৩ উইকেট নিয়ে তিনিই এ পর্যন্ত দলের সেরা বোলার৷ 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ২৯১/১) ১৫৫.৫ ওভারে ৪৬৯/৬ (থিরিমান্নে ১৪০, ওশাদা ৮১, ম্যাথিউস ৫, ধনাঞ্জয়া ২, নিসানকা ৩০, ডিকভেলা ৬৪*, মেন্ডিস ২২*; আবু জায়েদ ২২-৪-৬৯-০, তাসকিন ৩২.৫-৭-১১৯-৩, মিরাজ ৩৪-৭-১০২-১, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১) ৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান