1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘদিনের সহিংসতা মানসিক সমস্যা বাড়াচ্ছে কাশ্মীরে

১৫ নভেম্বর ২০১০

দিনের পর দিন ধরে সহিংসতার শিকার ও প্রত্যক্ষদর্শী জম্মু ও কাশ্মীরের মানুষ৷ যা তাদের মানসিক স্বাস্থ্যে বিশেষ প্রভাব ফেলছে৷ এখানকার মানুষদের মধ্যে মানসিক সমস্যা বেড়ে গেছে৷ গবেষণামূলক সমীক্ষাগুলো এমন কথাই বলছে৷

https://p.dw.com/p/Q8UI
Soldiers, Jammu, Kashmir military, Islamic, guerrillas, শ্রীনগর, সেনা ঘাঁটি, ভারত, জম্মু , কাশ্মীর
শ্রীনগরে সেনা ঘাঁটিতে ভারতীয় সেনাদের একাংশছবি: AP

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দ্য রেইনাওয়ারি সাইকিয়াট্রিক হাসপাতাল এই অঞ্চলের মানসিক রোগীদের চিকিৎসা দিয়ে আসছে৷ এসব রোগীর মধ্যে অনেকেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতার শিকার৷ তাদের বেশিরভাগেরই রয়েছে দীর্ঘ বিশ বছর ধরে কাশ্মীরের উপত্যকাগুলোতে চলা সংঘর্ষে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার অভিজ্ঞতা কিংবা নিজেরাই মানুষ হত্যার প্রত্যক্ষদর্শী৷

এক যুগেরও বেশি সময় ধরে কাশ্মীরের মানসিক রোগীদের দেখছেন মনোবিজ্ঞানী মুস্তাক মার্গুব৷ তিনি বলছেন, এসব রোগীদের পনেরো শতাংশই ভুগছেন অ্যাংজাইটি ডিসওর্ডারে বা উদ্বেগজনিত রোগে৷ কারো কারো জীবন থমকে গেছে বিশেষ কোনো ঘটনায়৷ সেই মানসিক আঘাত এখনও তারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন৷ মৃত্যু ও ধ্বংসযজ্ঞকে খুব কাছ থেকে দেখতে পাওয়ায় তা তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে৷ এখানকার রোগীদের প্রায় অর্ধেকই মানসিক আঘাতজনিত রোগে ভুগছেন৷

বলা হচ্ছে, আঘাতজনিত স্মৃতি ভুলে থাকতে বাড়ছে স্নায়ুকে প্রশমিত করার ওষুধ খাওয়ার প্রবণতা৷ চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থা ‘মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স' (এমএসএফ) এর গবেষণামূলক সমীক্ষায় বেরিয়ে এসেছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশই মানসিক কষ্টে ভুগছেন৷ সমীক্ষায় দেখা গেছে, ১৯৮৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত সহিংসতায় এসব রোগীর প্রায় প্রতি দশজনের একজন পরিবারের এক বা একাধিক সদস্যকে হারিয়েছেন৷

অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, কাশ্মীরের বেকার যুবকদের ঊনত্রিশ শতাংশ মানসিক প্রশান্তির জন্য ধূমপান করেন৷ নারীসহ প্রায় বারো শতাংশ মানুষ মানসিক চাপকে কাটিয়ে উঠার জন্য ঘুমের ওষুধ খান৷ আর সমীক্ষায় অংশগ্রহণকারীদের চার শতাংশ জানিয়েছে, স্নায়বিক চাপ কমাতে মাদকাসক্ত হয়ে পড়েছেন তারা৷

যতদিন না এ অঞ্চলে এই বিরোধের সমাপ্তি ঘটছে ততোদিন এরকম আরও অনেক মানুষকে সামনের দিনগুলোতে মানসিকভাবে অসুস্থ হতে হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান