1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘদিন পর মাঠে লি-হেশ জুটি, উড়িয়ে দিলেন লডরাদের

২৬ জানুয়ারি ২০১১

অস্ট্রেলিয় ওপেনে পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল জিতলেন ভারতের লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি৷ দীর্ঘ দিন পর এই জুটি আবার একসঙ্গে মাঠে নেমেই কেল্লা ফতে করেছেন দারুণভাবে৷

https://p.dw.com/p/1056H
পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল জিতলেন পেজ এবং ভূপতিছবি: picture-alliance/ dpa

কেমন খেললেন লি-হেশ জুটি?

বুধবার ফ্রান্সের মিশায়েল লডরা এবং সার্বিয়ার নেনাদ জিমোনজিচের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমি ফাইনালে উঠে গেল ভারতের লিয়েন্ডার পেজ আর মহেশ ভূপতি জুটি৷ সংক্ষেপে এই জুটিকে বলা হত লিয়েন্ডারের লি আর মহেশের হেশ মিলিয়ে লি-হেশ৷ অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত এই খেলার ফলাফল হয়েছে ৬-৪, ৬-৪৷ আর কোয়ার্টার ফাইনালের এই ফলাফল আসতে সময় লেগেছে মোট ৯১ মিনিট৷

অনেকদিন পরে নাকি তাঁরা আবার একসঙ্গে জুটি বাঁধলেন ?

নয় বছর পর ভারতের দুই নামজাদা টেনিস তারকা পেজ এবং ভূপতি একসঙ্গে খেললেন৷ মাঝে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং ঝগড়ার কারণে তাঁরা একসঙ্গে মাঠে নামেন নি৷ বুধবারের খেলায় কিন্তু দারুণ স্বাচ্ছন্দ্য আর বোঝাপড়া দেখা গেল পেজ-ভূপতির মধ্যে৷ যে কারণে, যেখানে প্রতিপক্ষের খেলার ভুল তেরো'র কাছে সেখানে এই বিজয়ী লি - হেশ জুটির ভুল ছিলো মাত্র পাঁচটি৷ যা টাইব্রেকারে তাঁদের জিততে যথেষ্টই সাহায্য করেছে৷ ভারতীয় এই জুটি সার্ভিসের ব়্যালি থেকেও অনেক বেশি পয়েন্ট জিতেছেন৷

সেমিফাইনালে তাঁদের সঙ্গে কারা খেলছে ?

পেজ এবং ভূপতি এখন চলে গেলেন এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে৷ সেখানে তাঁরা মুখোমুখি হবেন আরেকটি কোয়ার্টার ফাইনালের বিজয়ী জুটির সঙ্গে৷ সেখানে মুখোমুখি হচ্ছেন পোলিশ এক ডাবলস জুটি এবং বিপরীতে বেলারুশ আর ক্যানাডার এক জুটি৷


লডরা আর নেনাদের তাহলে টুর্নামেন্ট থেকে বিদায়

টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিল এই জুটি৷ লডরা এবং নেনাদকে এই খেলার আগে লড়তে হয়েছিলো ইন্দো-পাক এক্সপ্রেস খ্যাত রোহান বোপান্না এবং আইসামুল হক কোরেশি জুটির বিরুদ্ধে৷ সেই খেলায় বোপান্না- কোরেশিকে সহজেই হারিয়েছিলেন লডরা এবং নেনাদ৷ কিন্তু লি-হেশ-এর কাছে এই টুর্নামেন্টে যাত্রা থেমে গেল তাঁদের৷ আপাতত তাই তাদের বিদায় অস্ট্রেলিয়া ওপেন থেকে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়