1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বিদেশি হত্যার পর আক্রান্ত যাজক

৭ অক্টোবর ২০১৫

পাবনার ঈশ্বরদীতে এক খ্রিষ্টান যাজককে হত্যার চেষ্টা করা হয়েছে মঙ্গলবার৷ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই খবর প্রকাশ পেয়েছে গুরুত্ব সহকারে৷ আলোচনা চলছে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলি নিয়েও৷

https://p.dw.com/p/1Gjnl
Symbolbild Religion Bibel mit Kreuz
ছবি: fotolia/guukaa

বাংলাদেশে চলতি বছর খুন হয়েছেন চারজন ব্লগার এবং দু'জন বিদেশি নাগরিক৷ এছাড়া আরো অনেক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে৷ তবে ব্লগার এবং বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে বেশি৷ এই আলোচনার মাঝেই মঙ্গলবার আক্রান্ত হন একজন ধর্মযাজক৷

বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে ‘ইসলামিক স্টেট’-এর সম্পৃক্ততা নিয়ে আলোচনাও এখনো অব্যাহত রয়েছে৷ বিদেশি গণমাধ্যমে ঘুরে ফিরে প্রকাশ হচ্ছে সে খবর৷

ফেসবুকে সাংবাদিক সুলতানা রহমান লিখেছেন, ‘‘দেশে জঙ্গি নাই, আইএস নাই – আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একযোগে দাবি করে বসলো টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল উপলক্ষ্যে৷ ইটালিয়ান নাগরিকের হত্যার পর ঘোলা হলো চর্তুদিক, জাপানিজ নাগরিকের মৃত্যুর পর বলা হলো আলু ব্যবসায়ী৷ তবু ভালো স্বরাষ্ট্র মন্ত্রী বললেন দুটি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা৷''

‘বিদেশি হত্যার সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা নেই’

তিনি বলেন, ‘‘এর পেছনে যে আইএস আছে তা টুইটার বার্তায় তারা নিজেরাই ঘোষণা দিলো৷ তাহলে সবাই কেন এক সুরে দাবী করলো দেশে আইএস নাই, জঙ্গি নাই!!?? ওই সুর কোন সূত্রে গাঁথা? শুধুই কি ক্রিকেট প্রেম না অন্য কিছু? জানতে মন চায়৷''

সাংবাদিক গোলাম মোর্তোজা সাম্প্রতিক প্রকাশিত কিছু খবরের সূত্রে লিখেছেন, ‘‘এ বছরের ১৯ জানুয়ারি আইএস-এর বাংলাদেশ সমন্বয়কারীসহ ৪ জন, ২ জুলাই আল-কায়েদার বাংলাদেশ সমন্বয়কারীসহ ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী৷ এখন বলা হচ্ছে দেশে আইএস বা আল-কায়েদা নেই৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

বাংলাদেশে কি আইএস আছে? আপনার মন্তব্য জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য