1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুতার্তেকে হিটলার সম্পর্কে জ্ঞান

৪ সেপ্টেম্বর ২০১৮

হিটলার সম্পর্কে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে জ্ঞান দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন৷ ২০১৬ সালে নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন দুতার্তে৷

https://p.dw.com/p/34IJJ
ছবি: picture alliance/AP Images/B. Marquez

‘‘হিটলার আসলে শয়তানকেই প্রতিনিধিত্ব করছিল,'' মঙ্গলবার দুতার্তেকে বলেন রিভলিন৷ ইসরায়েলি প্রেসিডেন্টের জেরুসালেম কার্যালয়ে দুই নেতার বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি৷ ইসরায়েল সফররত দুতার্তে সোমবার ইয়াদ ভাসেম হলোকস্ট মেমোরিয়াল পরিদর্শন করেন৷ রিভলিন সেই প্রসঙ্গ টেনে আশা প্রকাশ করে দুতার্তেকে বলেন, ‘‘আপনি জেরুসালেমে মিউজিয়ামটি পরিদর্শন করে সম্ভবত বুঝতে পেরেছেন, যেসব মানুষ সেই বিপর্যয়ের শিকার হয়েছিল, তাঁদের অনুভূতি কেমন ছিল৷'' 

দুতার্তে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন বলেই গণমাধ্যম জানাচ্ছে৷ তবে সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে মূলত ইসরায়েলের সঙ্গে তাঁর দেশের বাণিজ্য এবং সহযোগিতার বিষয়ে কথা বলেছেন৷

ফিলিপাইন্সের এই বিতর্কিত প্রেসিডেন্ট ২০১৬ সালে তাঁর দেশে মাদক নির্মূল অভিযান চলাকালে নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করেন৷ তিনি সেই সময় বলেছিলেন, ‘‘হিটলার ত্রিশ লাখ ইহুদি হত্যা করেছে৷ এখন (ফিলিপাইন্সে) ত্রিশ লাখ মাদকাসক্ত রয়েছে৷ তাদেরকে জবাই করতে পারলে আমার ভালো লাগবে৷''

ইতিহাসবিদরা মনে করেন, হলোকস্টে ষাট লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল৷

রিভিলিনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, দুতার্তে তাঁর দেশের নিরাপত্তার জন্য ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র কিনতে বিশেষ আগ্রহ দেখিয়েছেন৷ তবে জেরুসালেমে দুই নেতার বৈঠক চলাকালে প্রতিবাদে অংশ নিয়েছিলেন কিছু মানুষ৷ তাঁরা মনে করেন, ফিলিপাইন্সে যে ‘অপরাধ সংঘটিত হচ্ছে', তাতে দেশটির কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে ইসরায়েলের অংশ নেয়া উচিত হবে না৷

উল্লেখ্য, দুতার্তে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ বুধবার তিনি তেল আভিভে একটি স্মৃতিসৌধের উদ্বোধন করবেন, যেটি হলোকস্ট থেকে বাঁচতে ফিলিপাইন্সে আশ্রয় নেয়া ১,৩০০ ইহুদির স্মরণে করা হয়েছে৷ সেই সময় তাঁদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছিল দেশটি৷

এআই/এসিবি (এএফপি, রয়টার্স)