1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুদিনের সফরে ভারতে মেদভেদেভ, চুক্তি স্বাক্ষর

২১ ডিসেম্বর ২০১০

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভারতে তাঁর দুদিনের সফর শুরু করেছেন আজ৷ নতুন দিল্লি পৌঁছনোর পর তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে আলোচনায় মিলিত হন৷

https://p.dw.com/p/QhIk
আলোচনা করছেন মেদভেদেভ ও মনমোহন সিংছবি: AP

পঞ্চম জেনারেশনের ফাইটার বিমান তৈরির ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে দুই দেশের মধ্যে৷ যার অঙ্ক ৩০ বিলিয়ন ডলার হতে পারে বলে জানা গেছে৷

এছাড়া তামিলনাড়ুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আরও দুটি ইউনিট স্থাপনের ব্যাপারে দুদেশ চুক্তিতে পৌঁছতে সম্মত হয়েছে৷

আর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০১৫ সালের মধ্যে দ্বিগুন বাড়িয়ে ২০ বিলিয়ন ডলার করা লক্ষ্যও ঠিক করেছেন দুদেশের শীর্ষ নেতারা৷

উল্লেখ্য, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি পেতে দেশটিতে গত কদিনে বিশ্বের সব শীর্ষ নেতারা সফর করে গেছেন৷ এর মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও৷

রাশিয়া অনেকদিন থেকেই ভারতের সামরিক যন্ত্রপাতি কেনার বাজার৷ কিন্তু ইদানিং এই বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত৷ ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ প্রতিযোগিতার মুখে পড়েছে রাশিয়া৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক