1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুনিয়া জুড়ে ভুতুড়ে ভাঁড়ের প্রাদুর্ভাব

১৬ অক্টোবর ২০১৬

গত আগস্ট মাসে অ্যামেরিকায় যা শুরু হয়েছিল, তা ইতিমধ্যে ব্রিটেন, নেদারল্যান্ডস হয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অবধি ছড়িয়েছে৷ সব জায়গা থেকেই অজ্ঞাত ব্যক্তিদের সার্কাসের ক্লাউন সেজে মানুষকে ভয় দেখানোর খবর পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/2RCEM
26.01.2016 DW Doku Roncalli

এই ‘ক্রিপি ক্লাউন', ‘স্পুকি ক্লাউন' বা ‘স্কেয়ারি ক্লাউন'-রা প্রথম উদয় হয় মার্কিন মুলুকের দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের গ্রিনভিল শহরের কাছে৷ পুলিশের কাছে খবর আসে যে, এই ভুতুড়ে ক্লাউনরা নাকি রাস্তার ধারে বা কাপড় ধোয়ার দোকানের কাছে নীরবে দাঁড়িয়ে রয়েছে; অথবা টাকার থলি আর সবুজ লেজার রশ্মি দিয়ে বাচ্চাদের ভুলিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে৷

পরে ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, নিউ জার্সি ও নিউ ইয়র্ক থেকেও ভুতুড়ে ক্লাউন দর্শনের খবর আসতে শুরু করে - কখনো হয়তো তারা গাড়ি থেকে ছুরি হাতে ভয় দেখিয়েছে৷ টুইটারে #ইফআইসিএক্লাউন এবং @ক্লাউনসাইটিংস এই দু'টি হ্যাশট্যাগে প্রায় সাড়ে তিন লাখ মানুষ এই ক্লাউন দেখা ফলো করছেন৷

ভুতুড়ে গল্প লেখার রাজা মার্কিন লেখক স্টিফেন কিং স্বয়ং এই ‘ক্লাউন হিস্টিরিয়া' কমাতে বলেছেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি৷ ওদিকে অক্টোবরের শেষেই হ্যালোউইন৷ মিনেসোটায় অনলাইনে ক্লাউন পোশাকের ফরমায়েশ বেড়েছে প্রায় ৪০ শতাংশ, কেন্টাকিতে ক্লাউন মুখোশের অর্ডার বেড়েছে তিনগুণ৷

ব্রিটেনেও

অ্যামেরিকার ‘ক্রেজ' যে ব্রিটেনে ছড়াবে, সে তো জানা কথা৷ কাজেই গত সপ্তাহ দুয়েক ধরে ব্রিটিশ পুলিশের কাছে একের পর এক রিপোর্ট আসছে যে, ‘কিলার ক্লাউনদের' কখনোসখনো ছুরি হাতে দেখা গেছে, তারা নাকি মানুষজনকে তাড়া পর্যন্ত করেছে৷ বিশেষ করে বাচ্চাদের ভয় দেখিয়েছে তারা, যেমন ডারহ্যামে ১১-১২ বছরের চারটি শিশুকে এক ক্লাউন তাদের স্কুল পর্যন্ত অনুসরণ করেছে৷ লন্ডনের কাছে দু'জন ক্লাউন দু'টি মেয়েকে জিজ্ঞেস করেছে, তারা একটি জন্মদিনের পার্টিতে যেতে চায় কিনা৷

শ্রীলঙ্কার শিশুদের আনন্দ দিচ্ছে ক্লাউন
শিশুদের আনন্দ দিচ্ছে ক্লাউন উইদআউট বর্ডার্সছবি: picture-alliance/dpa

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে

সুদূর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেও কপি-ক্যাটের অভাব নেই৷ সপ্তাহ খানেক ধরে সোশ্যাল মিডিয়ায় খবর আসছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে নাকি ভুতুড়ে ভাঁড় দেখা গেছে৷ ব্রিসবেনের এক মহিলা মিডিয়াকে বলেছেন, এক ক্লাউন নাকি ছুরি হাতে তাঁকে তাড়া করেছে৷ ওদিকে নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে দু'জন ক্লাউনের পোশাক পরা পুরুষ নাকি এক ২২ বছর বয়সি তরুণীর উপর হামলা চালিয়েছে৷

নেদারল্যান্ডসেও

ছুরি ও হাতুড়ি হাতে ভুতুড়ে ক্লাউনের মুখোশ পরা এক ব্যক্তিকে দেখা গেছে দক্ষিণ নেদারল্যান্ডসের অস শহরের একটি পার্কের কাছে৷ আরেকজনকে দেখা গিয়েছিল গত মঙ্গলবার, আমস্টারডামের কাছে আলমেয়ারে৷ কিন্তু অস শহরের পুলিশ তাদের ফেসবুক পেজে যা লিখেছে, তা সব বর্তমান ও সম্ভাব্য ভুতুড়ে ভাঁড়দের জানা উচিৎ৷ অস পুলিশ লিখেছে, ‘‘প্রিয় কিলার ক্লাউন, তুমি দৃশ্যত মানুষকে ভয় দেখিয়ে মজা পাও৷ তুমি হয়তো জানো না যে, এভাবে ভাঁড়ামি করাটা দণ্ডনীয়৷''

এসি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য