1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুবাইতে বিশ্বের গভীরতম সুইমিং পুল

১৪ জুলাই ২০২১

পর্যটনের প্রাণকেন্দ্র দুবাইতে আরেকটি ‘বিশ্বসেরা’ যোগ হলো। এবার সেখানে চালু হলো বিশ্বের গভীরতম সুইমিং পুল।

https://p.dw.com/p/3wRa9
ডিপ ডাইভ দুবাই
ডিপ ডাইভ দুবাইছবি: GIUSEPPE CACACE/AFP

১৯৭ ফুট বা ৬০ মিটার গভীর সুইমিং পুল ‘ডিপ ডাইভ দুবাই’ বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল। মোট ছয়টি অলিম্পিক সুইমিং পুলের সমান এই পুল অন্য যে কোনো সাধারণ পুলের চেয়ে ১৫ মিটার বেশি গভীর, জানাচ্ছে পুল কর্তৃপক্ষ।

সম্প্রতি এই দাবির সত্যতা যাচাই করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থা।

একটি মুক্তার ঝিনুকের আকারে গড়া এই পুলের ডিজাইন আরব আমিরাতের মুক্তা খোঁজার চর্চার প্রতীক। শুধু তাই নয়, ডিপ ডাইভ দুবাই-এর পুলটি এই অঞ্চলে পানির তলায় তৈরি সবচেয়ে বড় ফিল্ম স্টুডিওও বটে।

দুবাইয়ের নতুন পর্যটন কেন্দ্র

পর্যটনের পীঠস্থান হিসাবে জনপ্রিয় দুবাই পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’সহ আরো নানা রকমের আকর্ষণীয় স্থান।

সেই তালিকায় নবতম সংযোজন এখন এই পুল।

এই পুলের ভেতরে দুটি ‘ড্রাই রুম’ বা পানিবিহীন ঘরও রয়েছে। সাথে আছে আলো-শব্দে সাজানো ডুবন্ত শহরের দৃশ্য।

এই পুলে নামতে চাইলে স্কুবা ডাইভিং-এর নিয়ম মেনে সাথে অক্সিজেনের ট্যাংক নিতে পারেন পর্যটকরা। দুঃসাহসী পর্যটকদের জন্য রয়েছে ফ্রি-ডাইভিং-এর ব্যবস্থা, যেখানে কোনো ধরনের অক্সিজেন ট্যাংক ছাড়াই স্রেফ নিঃশ্বাস আটকে পাড়ি দিতে হয় পানির গভীরে।

এসএস/এসিবি (রয়টার্স)