দুর্গাপূজা এবং ঈদ উপলক্ষ্যে বন্ধুদের শুভেচ্ছা বার্তা | পাঠক ভাবনা | DW | 02.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দুর্গাপূজা এবং ঈদ উপলক্ষ্যে বন্ধুদের শুভেচ্ছা বার্তা

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে ডয়চে ভেলে পরিবারের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছেন অসংখ্য পাঠক-বন্ধু৷ এছাড়া ঈদ-উল-আজহা উপলক্ষ্যেও এসেছে অগুন্তি শুভেচ্ছা-বার্তা৷ এর জন্য আমরা কৃতজ্ঞ৷

এম সবুজ মাহমুদ, জামালপুর, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘শুরুতেই সবাইকে জানাই আশ্বিনের এক স্নিগ্ধ সকালের শিশিরস্নাত একরাশ কদম-কেয়ার শুভেচ্ছা৷ নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন৷ যদিও ডয়চে ভেলে বাংলাকে ইথারে আর পাই না, তবুও তা ভুলতে পারি না৷ যাই হোক, ডয়চে ভেলের বর্ণিল ওয়েবসাইট থেকে অনেক উপকৃত হচ্ছি আমরা, যা আর বলার অপেক্ষা রাখে না৷ আশাকরি এ দুর্দান্ত অগ্রযাত্রা অব্যাহত থাকবে৷ সামনের দুর্গাপূজা ও পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ রইলো ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল কর্মকর্তা-কর্মী এবং শ্রোতা-দর্শকদের প্রতি৷ সব্বাই ভালো থাকবেন৷''

Eid ul-adha Islamisches Opferfest in Bangladesch 2013

‘আশ্বিনের এক স্নিগ্ধ সকালের শিশিরস্নাত একরাশ কদম-কেয়ার শুভেচ্ছা’

বন্ধু মো. আবদুর রাজ্জাক লিখেছেন, ‘‘দুর্গাপূজা উপলক্ষ্যে আন্তরিক প্রীতি আর ভালোবাসা জানাই আমার সকল হিন্দু ভাই-বোনদের জন্য৷ এই উৎসব তাঁদের জীবনে খুশি বয়ে আনুক, মুখে ফুটে উঠুক সুন্দর হাসি৷''

মো. আফজাল আলী খান, ফরিদপুর, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘বছর ঘুরে এলো মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব ঈদ-উল-আজহা৷ ত্যাগ ও তিতিক্ষার মহা পরীক্ষার মাস – আরবি জিলহজ মাস – কোরবানির মাস৷ কোরবানির মহান শিক্ষায় অনুপ্রাণিত হয়ে স্রষ্টার প্রতি আনুগত্য এবং তাঁর সন্তুষ্টি অর্জনকে উপলক্ষ্য করে পশু জবাই করার পাশপাশি, ক্ষমা, স্নেহ, ভালোবাসা ও বন্ধুত্বের ঝর্ণা ধারায় সকলকে জানাই ঈদের শুভেচ্ছা৷ ঈদ মুবারক৷''



রাজীব কুমার মন্ডল, নাটোর, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘সুপ্রিয় ডয়চে ভেলে, আপনাদের সব্বাইকে শারদীয় দূর্গা উত্‍সবের আন্তরিক স্নেহসিক্ত ভালোবাসাময় শুভেচ্ছা জানাই৷ দুর্গাপূজার উত্‍সব আয়োজনে ব্যস্ততায় দিনাতিপাত করছি৷ বন্ধুদের সাথে নাটোর জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপে পূজা দেখার পরিকল্পনা রয়েছে আমার৷ আশা করি ঢাকার শারদীয় উত্‍সব নিয়ে ডিডাব্লিউ থেকে একটি প্রতিবেদন পাবো৷''

নতুন দিল্লি, ভারত থেকে নিয়মিত বন্ধু সুভাষ চক্রবর্তী লিখেছেন, ‘‘শুভ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ডয়চে ভেলের সকলকে আর

ওয়েবসাইটের পাঠক-পাঠিকাদের জানাই অনেক অনেক শারদ শুভেচ্ছা৷

- বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা আর আগাম ঈদ মোবারক থাকলো আপনাদের জন্যও৷

ডয়চে ভেলে বাংলা

নির্বাচিত প্রতিবেদন