1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্গা প্রতিমা তৈরির প্রথম নারী কারিগর

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৮ অক্টোবর ২০১৮

কলকাতার প্রথম নারী কারিগর চায়না পাল৷ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনের নারী শিল্পীদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি৷

https://p.dw.com/p/369C7

কুমোরটুলির বড় মাপের দুর্গা প্রতিমার তিনিই প্রথম নারী কারিগর৷ তিনি চায়না পাল৷ বাবা মারা যাওয়ার পর তিনি কম বয়সে নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন বাবার অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব৷ পুরুষশাসিত এই প্রতিমা-নির্মাণ কর্মকাণ্ডে তিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনের মহিলা শিল্পীদের কাছে উজ্জ্বল উদাহরণ৷ সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে তিনি সেদেশ ঘুরে এলেন৷ সেখানকার জাদুঘরে এখন রাখা আছে তাঁর তৈরি প্রতিমা৷