1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনার ছবি তুলে বিপদে

২৪ মে ২০১৯

কোনো দুর্ঘটনায় পড়া মানুষের দরকার হয় সহযোগিতা৷ কিন্তু সহযোগিতার হাত বাড়ানোর পরিবর্তে অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দেন৷

https://p.dw.com/p/3IzgW
প্রতীকী ছবিছবি: Getty Images/C.Stache

কিন্তু দুর্ঘটনায় পড়া মানুষের বা কোনো দুর্ঘটনার ছবি তোলা কি সব সময় ভালো?

এ প্রশ্নই উঠেছে জার্মানির বাভেরিয়ায় ঘটে যাওয়া এক ঘটনায়৷ গত মঙ্গলবার দুপূরে বাভেরিয়ার হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছিল পুলিশ৷ তখনই পাশ দিয়ে যাওয়া এক চালক তাঁর গাড়ির গতি কমিয়ে দুর্ঘটনাস্থলের ছবি তোলার চেষ্টা করেন৷ ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ গাড়িটির গতিরোধ করে৷

‘‘আমি আপনাকে একটি জিনিস দেখাতে চাই’’ বলে চালককে গাড়ি থেকে নেমে আসতে বলেন পুলিশ কর্মকর্তা৷ এ সময় চালক গাড়ি থেকে নেমে এলে পুলিশের ওই কর্মকর্তা জিজ্ঞেস করেন, ‘‘আপনি কি মৃত মানুষ দেখতে চান, মৃতের ফটো তুলতে চান? ওখানে একটি মৃতদেহ পড়ে আছে, আপনি তা দেখতে চান?’’ উত্তরে চালক জানান, তিনি তা দেখতে চান না৷ তখন পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘তাহলে আপনি ছবি তুলছেন কেন?’’

ছবি তোলার বিষয়টিতে বিরক্ত হয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘আপনি চাইলে ঐ মৃত ব্যক্তিটিকে ‘হ্যালো’ বলে আসতে পারেন৷’’

ইতোমধ্যে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান চালক৷ কিন্তু পুলিশ কর্মকর্তা তাঁকে বলেন, ‘‘আপনার জন্য লজ্জা হয়৷ এ আচরণের জন্য আপনাকে জরিমানা দিতে হবে৷’’

জার্মানির আইন অনুযায়ী অনুমতি ছাড়া কোনো দুর্ঘটনার ছবি তুললে ১২৮ ইউরো ৫০ সেন্ট জরিমানা গুনতে হয়৷

মঙ্গলবার টুইটারে প্রকাশিত এ ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে সাড়ে পাঁচ লাখ বারেরও বেশিবার৷ ভিডিউটি প্রথমে জার্মান ভাষায় প্রকাশ করা হয়েছিল৷ তবে দর্শকদের অনুরোধে একদিন পর ইংরেজি ভার্সনও প্রকাশ করা হয়৷ সেটি দেখা হয়েছে সাড়ে সাত লাখের বেশিবার৷

কমেন্টে পুলিশ কর্মকর্তার আচরণের প্রশংসা করতে ভুলেননি অনেকেই৷

আরআর/এসিবি