1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুর্নীতিবাজদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়’

৮ জানুয়ারি ২০১১

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়৷ তিনি মনে করেন, এজন্য সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া৷

https://p.dw.com/p/zv0C
parliament, building, দুর্নীতি, রাজনীতি, অধিকার, জাতীয়, মানবাধিকার, কমিশন, চেয়ারম্যান, মিজানুর, রহমান, Politics, Corruption, Dhaka, Bangladesh, Human Rights,
জাতীয় সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

শুক্রবার ঢাকায় মানবাধিকার বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন৷ ড. মিজান বলেন, দেশে অব্যবস্থাপনা আর দুর্নীতির মূলে রয়েছে আমলারা৷ একারণেই দেশের উন্নয়ন হচ্ছে না৷ সরকার দিনবদলের যে কথা বলছে তার জন্য প্রয়োজন সৎ এবং দক্ষ প্রশাসন৷ আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দাপটে নাগরিকরা কখনো কখনো অসহায় বোধ করেন৷ তাদের রাজনীতির অধিকার খর্ব করা উচিত৷ যেসব রাজনীতিবিদ দুর্নীতির মাধ্যমে আয় করা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন তারা কিভাবে রাজনীতি করেন সেটি মানবাধিকার কমিশনের প্রশ্ন৷

ড. মিজান হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড হলে কমিশন বসে থাকবে না৷ তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান৷

সেমিনারে জানানো হয়, দেশে যতো অপরাধের ঘটনা ঘটে ততো অপরাধ আমলে নেয় না পুলিশ৷ যেমন গত বছর সারাদেশে ফতোয়ার ঘটনা ঘটেছে ২২টি৷ অথচ মামলা হয়েছে মাত্র ৪টি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য